for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ জুন ২০১৬, বুধবার, ২২:১৮:০৫
ইউরো কাপে রাশিয়াকে হারিয়ে চকম সৃষ্টি করেছে স্লোভাকিয়া। আজ (বুধবার) রাতে লিলে অনুষ্ঠিত ম্যাচে স্লোভাকিয়া জিতেছে ২-১ গোলে। শুরু থেকেই বল নিজেদের দখলে নিয়ে খেলতে থাকে স্লোভাকিয়া। ৩২ মিনিটে মারিক হামশিকের দুর্দান্ত ক্রস থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন উইসে। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে মারিক হামশিক ডান পায়ের বাঁকানো শটে দুর্দান্ত গোল করে বিরতির আগেই দলকে ২-০ গোলে এগিয়ে দেন এই নাপোলি মিডফিল্ডার। ৮০ মিনিটে রাশিয়ার গ্লোশাকভ একটি গোল করে ব্যবধান কমালেও তারা আর ম্যাচে ফিরতে পারেনি।
For add
For add
For add
For add
for Add