for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ জুন ২০১৬, রবিবার, ২১:০৪:৩২
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেলাভিত্তিক ফুটবল আয়োজনের কমিটির দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন কাজী সালাউদ্দিন।আজ (রবিবার) বাফুফের নব-নির্বাচিত কমিটির দ্বিতীয় বৈঠকে বাফুফের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির প্রধানদের নাম চূড়ান্ত করা হয়।
সভা শেষে কাজী সালাউদ্দিন জেলা ফুটবল লিগ কমিটির দায়িত্ব নেওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি দায়িত্ব নিলে সেটি যথাযথভাবেই পালন করার চেষ্টা করি। আগামী চার বছরে আমি তৃণমূলে ফুটবল উন্নয়নের চেষ্টা করে যাবো বলেই ডিএফএ লিগ কমিটির দায়িত্ব নিয়েছি।’
বাফুফের লিগ্যাল ও সিকিউরিটিজ কমিটির প্রধান কে হবেন তা চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমরা খুব দ্রত বাকি কমিটিগুলো চূড়ান্ত করবো। আর প্রত্যেকটি কমিটির প্রধানরা সভাপতির সঙ্গে আলোচনা করে সর্বোচ্চ নয় সদস্য বিশিষ্ট কমিটিগুলো পূরণ করবেন।’
বাফুফের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি
ইমারজেন্সি কমিটি- কাজী সালাউদ্দিন
ডিএফএ লিগ কমিটি- কাজী সালাউদ্দিন
মার্কেটিং কমিটি- কাজী নাবিল আহমেদ; কো- চেয়ারম্যান- তাবিথ আওয়াল
ন্যাশনাল টিমস কমিটি- কাজী নাবিল আহমেদ; কো- চেয়ারম্যান- তাবিথ আওয়াল
মিডিয়া কমিটি- কাজী সালাউদ্দিন; কো-চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু
পেশাদার লিগ কমিটি- আব্দুস সালাম মুর্শেদী
ফিন্যান্স ও বাজেট কমিটি- আব্দুস সালাম মুর্শেদী
ডেভেলপমেন্ট কমিটি- বাদল রায়
কম্পিটিশনস কমিটি- মহিউদ্দিন আহমেদ মহি
ফুটসাল ও বিচ ফুটবল কমিটি- সত্যজিৎ দাশ রুপু
ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটি- হারুনুর রশিদ
পাইওনিয়ার ফুটবল লিগ কমিটি- শওকত আলি খান জাহাঙ্গির
টেকনিক্যাল কমিটি-তাবিথ আওয়াল
ইন্টারনাল অডিট কমিটি- হারুনুর রশিদ
মহিলা ফুটবল কমিটি-মাহফুজা আক্তার কিরণ
প্লেয়ার স্ট্যাটাস কমিটি-আকতার হোসেন
ডিসিপ্লিনারি কমিটি- মেজবাহউদ্দিন
ডিএফএ মনিটরিং কমিটি- শামসুল হক চৌধুরী
গ্রাউন্ডস কমিটি-ফজলুর রহমান বাবুলু
For add
For add
For add
For add
for Add