for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ মে ২০১৬, শুক্রবার, ২১:০৭:২৬
এশিয়ান কাপের ৩৬ সদস্যের প্রাথমিক দলকে ছোট করে এনেছেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। আজ (শুক্রবার) প্রথমিক দলে থাকাদের মধ্যে ৫ জনকে বাদ দিয়েছেন ক্রুইফ। এরা হলেন নুরুল আবসার, মান্নাফ রাব্বী, সৈকত রহমান, কৌশিক বড়ুয়া ও খালেকুজ্জামান। চোটের কারনে দল থেকে আগেই ছিটকে পড়েছিলেন আতিকুর রহমান মিশু।
এর আগে বাফুফে ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘষোণা করে। পরবর্তিতে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে দলের সঙ্গে যোগ দেন মামুনুল এবং সোহেল রানা।
এশিয়ার কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফে আগামী ২ জুন দুশানবে এবং ৭ জুন ফিরতি লেগে ঢাকায় তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
For add
For add
For add
For add
for Add