for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ মে ২০১৬, সোমবার, ১৯:৫০:৪২
হারের বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না আবাহনী লি.। আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডানের বিপক্ষে কোন রকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারে নি। আজ (সোমবার) লিগের প্রথম জয় উপহার দিয়েছে কলাবাগান একাডেমীকে। ফতুল্লাহ তামিম ইকবালের দলকে ৩ উইকেটে হারিয়ে দারুন জয় তুলে নিয়েছে মাহামুদুল হাসানের দল। ব্যাট-বলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় ছিনিয়ে নেন মাহামুদুল হাসান। সাত ম্যাচে আবাহনীর এটি চতুর্থ হার।
ফতুল্লায় আবাহনীর কারা ২৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে মাহমুদুলের দুর্দান্ত শতকে ১৯ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে কলাবাগান ক্রিকেট একাডেমী। মাহামুদুল ছাড়াও তাপস ষোস ৪৭ এবং সতিন সাক্সেনা ৪৩ রান করেন। আবাহনীর আবুল হাসান ৩টি এবং তাসকিন আহমেদ, সাকলায়েন সজীব ও জুবায়ের হোসেন ১টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২৮২ রানের চ্যালেঞ্জিং স্কোরই দায় করায় আবাহনী। দুই ওপেনার অশোক মিত্র ৬৩ ও তামিম ইকবাল ৪৮ রান করেন। এছাড়া মোসাদ্দেক হোসেন ৪২, মোনজ তেওয়ারি ৪০ রান করেন। কলাবাগান ক্রিকেট একাডেমীর পক্ষে অধিনায়ক মাহমুদুল হাসান ৩টি, সাক্সেনা ২টি এবং মেহেদী হাসান মিরাজ ও নুর হোসেন ১টি করে উইকেট নেন। অল রাউন্ড নৈপুন্য দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন কলাবাগান ক্রিকেট একাডেমীর মাহমুদুল হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী: ৫০ ওভারে ২৮২/৭ (তামিম ৪৮, অভিষেক ৬৩, লিটন ৮, তিওয়ারি ৪০, নাজমুল ৩৭, মোসাদ্দেক ৪২, হাসান ২২, তাসিকন ৬*, সাকলাইন ১*; মাহমুদুল ৩/৫২, যতিন ২/৬৩, নূর হোসেন ১/৪৭, মেহেদি ১/৫৬)
কলাবাগান ক্রিকেট একাডেমি: ৪৬.৫ ওভারে ২৮৬/৭ (ইরফান ৩০, আরাফাত ১৪, যতিন ৪৩, মাহমুদুল ১০৬, মেহেদি ৪, মাইশুকুর ৭, তাপস ৪৭, নুরুজ্জামান ১৭*, বিশ্বনাথ ১৩*; হাসান ৩/৪৭, যুবায়ের ১/৩১, সাকলাইন ১/৪৪, তাসকিন ১/৫৩)
ফল: কলাবাগান ক্রিকেট একাডেমি ৩ উইকেট জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদুল হাসান।
For add
For add
For add
For add
for Add