for Add
তোফায়েল আহমেদ : ১২ মে ২০১৬, বৃহস্পতিবার, ১৯:৫৭:৪৮
ড্রেসিং রুমে ফিরে লিটন দাশের হয়তো প্যাড জোড়াও খোলা হয়নি, এক বলের ব্যবধানে আউট অভিষেক মিত্র। এর আগে দলীয় ৫ রানে তামিম ইকবাল আউটের পর লিটন দাস ফিরেছেন স্কোর বোর্ডে আর মাত্র ১০ রান যোগ হতে। মোহামেডান-আবাহনী ম্যাচ। ঐতিহ্যের দায় মেটাতে হলেও ম্যাচের এমন পরিস্থিতিতে এক শিবিরের উল্লাশের ঢেউ আচড়ে পড়ার কথা চারিদিকে। কিন্তু কোথায় কি! সকাল ৯ টায় শুরু মিরপুরের ম্যাচে যে তখন খাঁ খাঁ গ্যালারি।
সময় গড়ানোর সাথে সাথে দর্শক কিছুটা বেড়েছে, তবে তা হাতে গোনার সীমাকে অতিক্রম করতে পারেনি। বারুদে উত্তেজনা বলতে যা বোঝায় ম্যাচের গায়েও লাগেনি তার ছিটে ফোটা। ১৫ রানেই আবাহনীর তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রনটা যে নিজেদের মুঠোয় নিয়েছিলেন মোহামেডান খেলোয়াড়রা, একটুর জন্যও প্রতিপক্ষকে আর খেলায়ই ফিরতে দেয়নি। ৩৭ বল বাকি থাকতে মুশফিকুর রহিমের দল ৮ উইকেটের অতি আয়েশি এক জয় তুলে নিয়েছে তাতে।
দিন শেষে একদল হাসবে আর একদল জয় নিয়ে ফিরবে-খেলাধুলায় এটাই স্বাভাবিক। কিন্তু মোহামেডান-আবাহনী ম্যাচে এর সঙ্গে অন্য কিছু তো চাই! ঢাকার ক্রিকেটে এমন ম্যাচ যে এখন হারানো অতীত তা আরও একবার প্রমাণিত হলো আজ (বৃহস্পতিবার)।
তবে মোহামেডান ইনিংসে তাসকিন আহমেদের বলে সৈকত আলীর বিপক্ষে ক্যাচের দাবিতে আবাহনীর গুটি কয়েক সমর্থক যেভাবে ক্ষোভে ফেটে পড়লেন তাতে জীবনের মধ্যগগনে থাকা কারও মনে হতেই পারে ফিরে বুঝি এলো সেই হারানো দিন। আম্পায়ার আবেদনে সারা দেননি, তবে ইনজুরির কারনে তখনই অবসর (রিটায়ার্ড হার্ড) নিয়ে ড্রেসিং রুমে ফিরলেন সৈকত। তাতে আবাহনী দর্শকদের গলা গেল আরও চড়ে। সৈকত আউট মেনে নিয়ে নিজে নিজে ফিরে এসেছেন, এমনটা ধরে নিয়েছেন আবাহনী দর্শকরা। মোহামেডানের রান তখন বিনা উইকেটে ১৯।
দু‘দলের ম্যাচে এমন ঘটনাই উত্তেজনার বড় উপলক্ষের জন্য যথেষ্ট। ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মোহামেডানের বিপক্ষে চাইলে উত্তেজনার চুলোয় বাড়তি জ্বালানি জোগাতে পারতেন আকাশি-নীল বোলাররা। তবে উপুল থারাঙ্গা আর ইজাজ আহমেদ তাদের সেই সুযোগ দিলে তো। একপেশে ম্যাচকে আরও একপেশে বানিয়ে দিলেন এই জুটি। ইজাজা দলীয় ৯৭ রানে ব্যাক্তিগত ৪২ রান করে ফিরে গেলে থারাঙ্গার সঙ্গে জুটি বাধেন নাইম (২৫)। তাসকিন-জোবায়েরদের বেদনায় নীল করে এই দুই ব্যাটসম্যান খেলা শেষে ফিরলেন হাসতে হাসতে।
কিন্ত দর্শকরা কি মনে শতভাগ খুশি নিয়ে ফিরতে পেরেছেন? মোহামেডান-আবাহনীর পাড় সমর্থকের মনেও যে এমন একপেশে ম্যাচে আফসোস থেকে যায়।
For add
For add
For add
For add
for Add