for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ মে ২০১৬, বুধবার, ২০:২৩:২৯
ফুটবলার নিয়ে বাফুফে-ক্লাব টানাপড়েনে নির্ধারিত ১৫ এপ্রিল শুরু নাও হতে পারে ফেডারেশন কাপ ফুটবল। ৫ মে পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে ১২ ক্লাব নিয়ে ফেডারেশন কাপ শুরু হবে ১৫ মে। সিদ্ধান্তের ২ দিন পরই জটিলতা শুরু হয়েছে ফেডারেশন কাপ নিয়ে। কয়েকটি ক্লাব ইতিমধ্যেই লিগ কমিটির কাছে লিখিতভাবে ফেডারেশন কাপ পেছানোর দাবি তুলেছে। তিন দিন আগে নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে কেন অবস্থান ক্লাবগুলোর ? ‘কিভাবে খেলবো? সভায় হয় এক ধরনের সিদ্ধান্ত। বাস্তবে তার উল্টো। লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল যেহেতু জাতীয় দলের ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে তাই ক্লাবগুলো ম্যাচের আগে দিন ফুটবল নিতে পারবে ক্যাম্প থেকে। কিন্তু এখন বলছে ক্লাবগুলো খেলোয়াড় পাবে ম্যাচ শুরুর মাত্র ২ ঘন্টা আগে। এভাবে খেলা সম্ভব না। তাই আমরা চিঠি দিয়ে জানিয়েছি লিগের পরই যেন ফেডারেশন কাপ আয়োজন করে’-আজ (বুধবার) সন্ধ্যায় জানিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্মকর্তা সালেহ জামান সেলিম। চট্টগ্রাম আবাহনীর ফুটবল ম্যানেজার শাকিল মাহমুদ চৌধুরী রাতে জানিয়েছেন তারাও এ রকম একটি চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
ফুটবলার নিয়ে এ জটিলতার অবসান না হলেও নির্ধারিত সময়ে ফেডারেশন কাপ হওয়া এখন অনিশ্চিত। পিছিয়ে যেতে পারে এ টুর্নামেন্ট। বাফুফের এক সহ সভাপতি আভাস দিলেন ১৫ মে ফেডারেশন কাপ শুরু হওয়ার সম্ভাবনা কম।
For add
For add
For add
For add
for Add