for Add
নিজস্ব প্রতিবেদক : ১০ মে ২০১৬, মঙ্গলবার, ২২:৩৪:২৫
শেষবার বাংলাদেশে ক্রিকেট মাঠে বলের আঘাতে নিহত হয়েছিলেন রমন লাম্বা। ক্রিকেট বলে আহত-নিহত হবার তালিকা ইদানিং ক্রমেই বেড়ে চলেছে। এ তালিকায় সর্বশেষ সংযোজন হলেন আম্পায়ার নাদির শাহ। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালেই নারায়গঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) বলের আঘাতে আহত হয়েছেন তিনি। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা এ আম্পায়ার দায়িত্ব পালন করছিলেন মোহামেডান-কলাবাগান ক্রিকেট একাডেমির ম্যাচে।
ঘটনার সময় নাদির শাহ ছিলেন নন স্ট্রাইকিং প্রান্তে। ওই সময় একটি বল চলে যাচ্ছিল স্কয়ার লেগ প্রান্ত দিয়ে। সিসিএসের ফিল্ডার মেহেদী মিরাজ দৌড়ে বলটি ফেরাতে যান। কিন্তু তার হাত ফসকে বলটি গিয়ে আঘাত হানে আম্পায়ার নাদির শাহের কপালে।
প্রচণ্ড জোরে আঘাত হানার কারনে হঠাৎ করেই মাটিতে পড়ে যান নাদির। সাথে সাথে তাকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আর তাকে ম্যাচ পরিচালনার জন্য মাঠে নামানো হয়নি। তার পরিবর্তে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম। পড়ে জানা যায়, নাদিরের আঘাত ততটা গুরুতর নয়।
For add
For add
For add
For add
for Add