for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ এপ্রিল ২০১৬, শনিবার, ২২:০৭:৩৬
ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডে ব্রাদার্সে ইউনিয়নের বিপক্ষে উত্তেজনাপুর্ন ম্যাচে জয় পেয়েছে আবাহনী লি.। গোপীবাগের দলটিকে তারা হারিয়েছে দুই উইকেটে। তিন ম্যাচে এটা আবাহনীর দ্বিতীয় জয়। অন্যদিকে ব্রাদার্সের দ্বিতীয় হার।
আজ (শনিবার) বিকেএসপির তিন নম্বর মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে শাহরিয়ার নাফীস এবং ইমরুল কায়েসের ৭৬ রানের ওপেনিং জুটিতে চমৎকার শুরু পায় ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু লেগ স্পিনার জুবায়ের হোসেন খুব দ্রুত ৩টি উইকেট তুলে নিলে একপর্যায়ে ৩২ ওভারে তাদের রান দাঁড়ায় ৬ উকেটে ১৪৯ রান। সেখান থেকে সপ্তম উইকেট জুটিতে নূর আলম আর সাদিকুর রহমানের ৬৭ রানের জুটিতে আবাহনীর রান দুইশ’র কোটা পার হয়। শেষপর্যন্ত ৫০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮ইকেটে ২৪৮ রান। সর্বোচ্চ রান ইমরুল কায়েসের, ৮২ বলে ৬৯। এছাড়াও শাহরিয়ার নাফীস ৩৫, নূর আলম ৪৪ এবং সাদিকুর ৩৮ রানে অপরাজিত থাকেন। যুবায়ের নেন ৪ উইকেট।
জবাবে দ্বিতীয় ওভারেই তামিম ইকবালকে হারায় আবাহনী। ৪২ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে ৪৭ রান তোলেন উদয় কাউল ও নাজমুল হোসেন শান্ত। মাঝখানে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত আগলে ছিলেন মোসাদ্দেক হোসেন। তার সমর্থনে আবুল হাসানের ২৩ এবং ও সাকলাইন সজীবের হার না মানা ২০ রানের ইনিংস দুটো আবাহনীকে জয়ের দারপ্রান্তে নিয়ে যান। শেষদিকে ১ ছয় ও ১ চারে ‘ব্যাটসম্যান’ যুবায়েরের ১০ বলে ১৯ রানের ক্যামিওতে ম্যাচ জেতে আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান উদয় কাউলের, মোসাদ্দেক করেছেন ৪৭ রান। ব্রাদার্সের পক্ষে দুই উইকেট করে নিয়েছেন তুষার ইমরান এবং নূর আলম।
ম্যাচ সেরা হয়েছেন জুবায়ের হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ২৪৪/৯ (শাহরিয়ার ৩৫, ইমরুল ৬৯, তুষার ২০, রুমান ৩, উইলিয়ামস ১৭, জাকির ১, নূর আলম ৩৯, সাদিকুর ৩৮*, আসিফ ৩, শহিদ ০, সঞ্জিত ১২*; জুবায়ের ৪/৪৪, তাসকিন ২/৪৫, মোসাদ্দেক ১/২২, নাজমুল ১/৩০)
আবাহনী: ৪৯.৫ ওভারে ২৪৮/৮ (তামিম ৫, অভিষেক ১৮, লিটন ১৫, উদয় ৫৯, নাজমুল ২৩, মোসাদ্দেক ৪৭, হাসান ২৩, সাকলাইন ২০*, তাসকিন ৮, জুবায়ের ১৯*; তুষার ২/৩৯, নুর আলম ২/২৯, উইলিয়ামস ১/২২, সঞ্জিত ১/৩৭, সাদিকুর ১/৫০)
ফল: আবাহনী দুই উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: জুবায়ের হোসেন।
For add
For add
For add
For add
for Add