for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ এপ্রিল ২০১৬, শনিবার, ১৯:০৮:৩০
কাজী নাবিল আহমেদ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী নাবিল আহমেদ, বাদল রায়, তাবিথ আওয়াল ও মহিউদ্দিন আহমেদ মহি।
বাদল রায়
আজ (শনিবার)রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত ভোট গ্রহণ শেষে কাজী নাবিল আহমেদ পেয়েছেন সর্বাধিক ৯২ ভোট। এছাড়া বাদল রায় ৭৩, মহিউদ্দিন আহমেদ মহি ৭২ ও তাবিথ আওয়াল পেয়েছেন ৬৬টি ভোট। এর মধ্যে একমাত্র তাবিথ আওয়াল স্বতন্ত্র প্রার্থী। বাকি তিন জন কাজী সালাহউদ্দীন প্যানেলের প্রার্থী।
মহিউদ্দিন আহমেদ মহি
এ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যদের মধ্যে মমিনুল হক সাঈদ ও শামসুল হক চৌধুরী পেয়েছেন ৫৮টি ভোট। নজীব আহমেদ ৩৮টি, খুরশিদ বাবু ২৩টি, আশরাফ উদ্দীন আহমেদ চুন্নু ২৪টি, ও শেখ মোহাম্মদ মারুফ হাসান পেয়েছেন ৩৩টি ভোট।
তাবিথ আওয়াল
For add
For add
For add
For add
for Add