for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০১৬, রবিবার, ১৫:১৫:৩৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া।কলকাতার ইডেন গার্ডেনে চলছে মেয়েদের শ্রেষ্ঠত্ব অর্জনের ম্যাচটি। এ নিয়ে টানা চতুর্থবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। আগের তিন আসরের চ্যাম্পিয়নও তারা। অপরদিকে প্রথমবারের মত এ সংস্করণের ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের নারীরা।
অস্ট্রেলিয়া স্কোয়াড : ম্যাগ ল্যানিং (অধিনায়ক), অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), এলিসি ভিল্লানি, এলিসি পেরি, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, জেস জোনাসেন, বেথ মুনি, ইরিন ওসবোর্ন, ক্রিস্টেন বিমস, রিনি ফারেল ও মেগান সোচুট।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : স্ট্যাফেনি টেইলর (অধিনায়ক), হেইলি ম্যাথুজ, ব্রিটলি কুপার, দিনদ্রা দোতিন, মেরিসা অ্যাগুইলিরা (উইকেটরক্ষক),স্টাচি আন কিং, সিমেইন ক্যাম্পেবিলি, সাকুয়া কুইন্টনি, আনিসা মোহাম্মদ, সামিলিয়া কোনেল ও আফি ফ্লেচার।
For add
For add
For add
For add
for Add