for Add
নিজস্ব প্রতিবেদক : ২৭ মার্চ ২০১৬, রবিবার, ১৩:৫১:১১
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের ম্যাচে ভারতের কাছে ১ রানে হেরেছে বাংলাদেশ। নাটকীয়ভাবে পাওয়া সে জয়ে এখনো টুর্নামেন্টে টিকে আছে ভারত। তীরে এসে তরী ডোবার যন্ত্রণা তাড়িয়ে বেড়াচ্ছে মাশরাফিদের। এমন হার মানতে পারছেন না কেউ। মানতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার তৌসিফ আহমেদও। তবে পাকিস্তানের সাবেক এ স্পিনারের মানতে না পারাটা উদ্দেশ্যমূলক। তিনি এ ম্যাচটিকেই দেখছেন সন্দেহের চোখে। দি টাইমস অব ইন্ডিয়া তাউসিফ আহমেদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। তাউসিফ আহমেদ বলেছেন,‘আইসিসির উচিত এ ম্যাচটি খতিয়ে দেখা।’
পাকিস্তানের হয়ে ৩৪ টেস্ট আর ৭০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা তৌসিফ বলেছেন,‘শেষ ওভারে বাংলাদেশ কিভাবে ভারতকে ম্যাচ উপহার দিলো তা ক্রিকেটের কোনো ফর্মুলাতেই বুঝতে পারছি না। আমি মনে করি, এ ম্যাচটি তদন্ত হওয়া প্রয়োজন।’
বাংলাদেশ শেষ বলে ম্যাচ হেরেছে। ৪ উইকেট হাতে থাকা বাংলাদেশের শেষ ৩ বলে জয়ের প্রয়োজন ছিল ২ রান। ‘বাংলাদেশ এখন আর অনভিজ্ঞ দল নয়। তখন দলের অভিজ্ঞ দুই ব্যাটসম্যানই ছিলেন ক্রিজে। আমি বুঝতে পারছি না তারা কিভাবে ম্যাচটিকে প্রথমে অনন্ত টাই না করে বিগ হিটে গেলেন। আমার অভিজ্ঞতা বলছে, ম্যাচে কিছু জিনিস সঠিক ছিল না’-বলেছেন তাউসিফ।
পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার এখন দেশটির ‘এ’ দলের কোচ। আছেন ইসলামাবাদ ইউনাইটেডের কোচিং স্টাফেও। সম্প্রতি তার কোচিংয়ে পাকিস্তান সুপার লিগ জিতেছে সলামাবাদ ইউনাইটেড।
For add
For add
For add
For add
for Add