for Add
: ২৫ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ১২:০৯:২০
নিজস্ব প্রতিবেদক : এইতো গেলো মৌসুমে এসি মিলান ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছিলেন মারিও বালোতেল্লি। এক মৌসুম পরই তিনি আবার ফিরছেন পুরোনো ক্লাব এসি মিলানে। তার এ ফিরে আসাটা অবশ্য এক বছরের জন্য ধারে। ২৫ বছর বয়সী এ স্ট্রাইকারের ফিরে আসার খবর নিজেদের অফিসিয়াল টেলিভিশন চ্যানেলে নিশ্চিত করছে ইতালিয়ান জায়ান্টরা। মিলানে আজ (মঙ্গলবার) মারিও বালোতেল্লির স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তার পরই চুক্তির আনুষ্ঠানিকতা। মিলানের প্রধান নির্বাহী কর্মকর্তা আদ্রিয়ানো গালিয়ানি বলেন, ‘বালোতেল্লি আমাদেরকে আশ্বস্ত করায় তাকে আবারো দলে আনছি। সে এক বছরের ধারের চুক্তিতে খেলবে। সিরি আ’তে নিজেদের প্রথম ম্যাচে ফিওরেন্তিনার বিপক্ষে ২-০ গোলে হারের পর বালোতেল্লির বিষয়টিতে আমরা জোর দেই। তবে তাকে শেষবারের মতো সুযোগ দেওয়া হচ্ছে।’
For add
For add
For add
For add
for Add