for Add
: ১৬ আগস্ট ২০১৫, রবিবার, ২২:৩১:০৮
নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল বিকালেই নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ নির্ধারণেও বেশি অপেক্ষা করতে হলো না। দিনের অপর ম্যাচেই নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হলো ভারত। গ্রুপ পর্বে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
সিলেট জেলা স্টেডিয়ামে রোববার দিনের দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল নেপার। একের পর এক আক্রমণে ব্যস্ত করে তোলে ভারতের রক্ষণভাগ। কিন্তু তাদের কোন আক্রমণই কাজে লাগলো না। উল্টো ধারার বিপরীতে গোল হজম করে বসে তারা। খেলার ২০ মিনিটেই মো. শাহজাহানের বাড়িয়ে দেওয়া বলটি নেপালের জালে জড়িয়ে দেয় রাহিম আলী।
গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে নেপাল দলের কিশোররা। তবে গোল দিলেও আক্রমণ থেকে সরে যায়নি ভারতও। তারাও একের পর আক্রমণ শানাতে থাকে। শেষ পর্যন্ত রাহিম আলীর গোলই হয়ে ওঠে ফল নির্ধারক।
ম্যাচ শেষে ভারতীয় কোচ বিথান সিং বলেন, ‘মাঠ কর্দমাক্ত থাকার পরও আমার ছেলেরা যথেষ্ট ভালো খেলেছে। আমরা সুযোগ কাজে লাগিয়েছি। এখন ফাইনালেই আমাদের চোখ। আমরা শিরোপা নিয়ে ফিরতে চাই।’
নেপালের কোচ উপেন্দ্র মান সিং বলেন, ‘আমরা জয়ের জন্যই খেলেছি। কিন্তু ভাগ্য সহায় ছিল না। ভারতকে অভিনন্দন।’ দলের খেলোয়াড়দেরও প্রশংসা করেন নেপালি কোচ, ‘ছেলেরা সর্বোচ্চ চেষ্টা করেছে। পরিশ্রম করেছে। তাদেরকে অভিনন্দন।’
আগামী মঙ্গলবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ফাইনালের মুখোমুখি হবে বাংলাদেশ।
For add
For add
For add
For add
for Add