for Add
: ১৬ জুন ২০১৫, মঙ্গলবার, ১৪:২৫:৫৪
নিজস্ব প্রতিবেদক: চলে গেলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার জিতো৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর৷ জিতোর সাবেক ক্লাব স্যান্তোস এই খবর জানিয়েছে৷ ব্রাজিলের হয়ে দু’বার বিশ্বকাপজয়ী ফুটবলার জিতোর মৃত্যুতে শোকাহত ফুটবল বিশ্ব। ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের বিশ্ব জয়ের পিছনে বড় অবদান ছিল জিতোর৷ তখনকার সময়ের মাঝমাঠের অন্যতম সেরা প্লেয়ার ছিলেন তিনি৷
ফুটবল সম্রাট পেলের দীর্ঘদিনের ক্লাব ও জাতীয় দল সতীর্থ জিতো ১৯৬২ বিশ্বকাপের ফাইনালে গোলও করেছিলেন। চিলি বিশ্বকাপের ফাইনালে চেকোস্লোভাকিয়াকে ওই ম্যাচে ৩-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। ১৯৬২ ও ১৯৬৩ সালে স্যান্তোসের হয়ে কোপা লিবার্তাদোরেসও জিতেছিলেন তিনি।
অবসরের পর স্যান্তোসের কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে কাজ করেন৷ তার জন্যই মূলত, রবিনহো ও নেইমাররা স্যান্তোসে যোগ দেন। কোপা আমেরিকা খেলতে নেইমার এখন রয়েছেন চিলিতে, সেখান থেকেই জিতোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রাজিল অধিনায়ক।
ক্যারিয়ার গড়তে সাহায্য করার জন্য ব্রাজিলিয়ান তারকা কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেছেন, ‘তার সম্পর্কে বলার মতো ভাষা আমার জানা নেই। আমার জন্য আপনি যা করেছেন আমি শুধু সেটার মূল্যায়নই করতে পারি। ধন্যবাদ জিতো স্যার।’
For add
For add
For add
For add
for Add