for Add
: ১৪ জুন ২০১৫, রবিবার, ১৯:৫৫:৩৮
নিজস্ব প্রতিবেদক: ক্রিশ্চিয়ান রদ্রিগেজের একমাত্র গোলে জয় দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে৷ শনিবার অ্যান্তোফ্যাগাস্তায় অতিথি দল জ্যামাইকাকে ১-০ গোলে হারায় উরুগুয়ে৷
নিষেধাজ্ঞার শাস্তির কারণে কোপায় খেলতে পারছেন না উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ৷ ব্রাজিল বিশ্বকাপে ইতালির জিওর্জিও চিয়েল্লিনির কাঁধে কামড় দেওয়ায় নিষিদ্ধ তিনি৷ সুয়ারেজ না-থাকায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দলটির বিরুদ্ধে জয় পেতে বেশ বেগ পেতে হয় অস্কার তাবারেজের দলকে৷
প্রথমার্ধ গোল শূন্য থাকে৷ দ্বিতীয়ার্ধের শুরুতে অর্থাৎ ৫২ মিনিটে রদ্রিগেজের গোলে এগিয়ে যায় উরুগুয়ে৷ এই ম্যাচে কষ্ঠার্জিত জয় চিন্তায় রাখছে কোচ তাবারেজকে৷ কারণ পরের ম্যাচেই তাদের সামনে গত বিশ্বকাপের রানার-আপ আর্জেন্টিনা৷
For add
For add
For add
For add
for Add