for Add
: ১৩ জুন ২০১৫, শনিবার, ১৩:০৫:৪৬
নিজস্ব প্রতিবেদক: কোপা অ্যামেরিকায় নিজেদের প্রথম ম্যাচে জিততে পারলো না বলিভিয়া-মেক্সিকোর কেউই। নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি৷ ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দল দুটিকে। উল্লেখ্য, মেক্সিকো হচ্ছে, কোপায় আমন্ত্রিত দল।
শেষ প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের কাছে হেরে কোপার অভিযান শুরু করছে মিগুয়েল হেরেরার দল মেক্সিকো। তবে কোপার চেয়েও এবার কনকাকাফ গোল্ড কাপকে বেশি গুরুত্ব দিচ্ছে মেক্সিকো৷ তাই ফুটবলারদের চোট-আঘাত-ক্লান্তি থেকে বাঁচিয়ে রাখতে ওচোয়া, হ্যাভিয়ের হার্নান্ডেজ, দস সান্তোসেরর মতো তারকাদের কোপায় বিশ্রাম দিয়েছে মেক্সিকো। শক্তি কমলেও মেক্সিকো, বাকি দলগুলোকে এদিন হুঁশিয়ারি এনে দিল বলিভিয়ার সঙ্গে ড্র করে।
মেক্সিকো ও বলিভিয়ার গ্রুপে রয়েছে চিলি ও ইকুয়েডর। এই গ্রুপের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক চিলি। ওই ম্যাচে কারণে গ্রুপের দ্বিতীয় ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে জিততে মরিয়া ছিল মেক্সিকো-ভলিবিয়া দুই দেশই। কিন্তু এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের৷
For add
For add
For add
For add
for Add