for Add
: ১১ জুন ২০১৫, বৃহস্পতিবার, ২১:০৬:০৩
নিজস্ব প্রতিবেদক: জয়ের ধারা অব্যাহত রাখল দুঙ্গার ব্রাজিলের। ১৪জুন কোপা আমেরিকায়য় নিজেদের অভিযান শুরুর আগে প্রস্তুতি মঞ্চে জয় পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷ বুধবার হন্ডুরাসকে ১-০ গোলে হারিয়ে টানা ১০ ম্যাচে জয়ী ব্রাজিল৷
মেক্সিকোর বিরুদ্ধে প্রীতিম্যাচে থাকতে পারেননি ব্রাজিল অধিনায়ক নেইমার৷ তাই কোপা আমেরিকায় পেরুর বিরুদ্ধে নামার আগে ওয়ার্মআপ পর্বটা হন্ডুরাসের বিরুদ্ধেই সারলেন৷ তবে পোর্তো অ্যালেগ্রিতে হন্ডুরাসকে হারাতে কঠিন লড়াই করতে হয়েছে নেইমারদের৷ ৩৩ মিনিটে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন রবার্তো ফিরমিনহো৷
দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আক্রমণের সামনে ঢাল হয়ে দাঁড়ায় হন্ডুরাসের ডিফেন্স৷ খেলায় ৬৫ শতাংশ সময় বলের দখল নিজেদের পায়ে রেখে প্রতিপক্ষের গোল পোস্টে ১৫টি শট নেয় ব্রাজিল ফুটবলাররা৷ তবে দলের খারাপ ফিনিশিং খানিকটা চিন্তায় রাখতে পারে ব্রাজিল কোচ দুঙ্গাকে৷ যদিও দুঙ্গা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর টানা দশ ম্যাচ জিতে নিজের সাফল্যের রেকর্ড অব্যাহত রেখেছেন৷
এদিকে, ব্রাজিলের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় এসেছেন ফরোয়ার্ড ফিরমিনহো। জাতীয় দলে অভিষেকের পর থেকেই তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে৷ ব্রাজিলের জার্সি গায়ে ছয়টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর গোলসংখ্যা তিন।
For add
For add
For add
For add
for Add