for Add
: ৬ মে ২০১৫, বুধবার, ১৫:৪২:২৬
নিজস্ব প্রতিবেদক: বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনা৷ নিজের এক সময়ের প্রিয় মাঠ ন্যু ক্যাম্পেই আজ শত্র“ পেপ গার্দিওলা। ডাগ আউটে দাঁড়াবেন শত্র“ শিবিরের হয়ে। আর সেখানে শত্র“ শিবিরে খেলবেন লিওনেল মেসি।
অথচ পেপ-মেসির যুগলবন্দী কাতালান ক্লাবটিকে ১৪টি ট্রফি জিতিয়েছিল। ২০০৮-১২ পর্যন্ত মেসিদের দােিয়ত্বে ছিলেন গাার্দিওলা৷ তখন বার্সাকে যেমন বিশ্বসেরা ক্লাবে পরিণত করেছিলেন, তেমনি লিওনেল মেসিকেও পরিণত করেছেন বিশ্বসেরা ফুটবলারে।
মাঠে নামার ৪৮ ঘণ্টা আগেই বার্সার মহাতারকা লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন, এক সময়ের গুরু পেপের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই তাঁ৷ অথচ, পেপ মজে রয়েছেন যেন মেসিতেই৷
এবার সেই মেসিই তাঁর বিপরীত দলে৷ মেসির জন্য গার্দিওলার অনুভূতিই আলাদা৷ তিনি বলছেন, ‘মেসিকে আটকানোর মন্ত্র আমার জানা নেই৷ মেসি এই মুহূর্তে যে ফর্মে খেলছে ওকে আটকানো এক কথায় অসম্ভব৷ একজন ফুটবলারের ক্যারিয়ারে ওঠা-নামা থাকেই৷ তবে আমার মনে হয় শেষ চার-পাঁচ মাসে মেসি যে ফুটবলটা খেলছে এটাই ওর সেরা সময়৷ ও সত্যিই দারুন ছন্দে রয়েছে৷ আমাদের চেষ্টা থাকবে ও যাতে পায়ে বেশি বল না-পায়৷ কিন্তু আমি সত্যিই জানি না কীভাবে ওকে আটকাব৷’
For add
For add
For add
For add
for Add