for Add
: ২০ এপ্রিল ২০১৫, সোমবার, ১২:৪৭:০০
নিজস্ব প্রতিবেদক: অ্যাস্টন ভিলার কাছে হেরে এফএ কাপের ফাইনালে ওঠা হলো না লিভারপুলের। খানিকটা অপ্রত্যাশিতভাবেই অ্যাওয়ে ম্যাচে ১-০ এগিয়ে গিয়েও ১-২ গোলে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হল ব্রেন্ডন রজার্সের দল। ১৯৫০ সালের পর রজার্সের আমলেই টানা তিন মওসুম ট্রফিহীন লিভারপুল শিবির। ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। ২০০০ সালে এফএ কাপের সেমিফাইনালে চেলসির কাছে হারের পর প্রথমবার ফাইনালে পৌঁছল ভিলা।
নিজের ৩৫তম জন্মদিনে অর্থাৎ ৩০মে এফএ কাপের ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিলেন অল রেডসের অধিনায়ক স্টিভেন জেরার্ড। লিভারপুলে এটাই তার শেষ মওসুম। আগামী মওসুমে লা গ্যালাক্সিতে যোগ দিতে চলেছেন তিনি। কিন্তু তার স্বপ্নপূরণ হল না। ৩০ মিনিটে ফিলিপ কোতিনহোর গোলে এগিয়ে যান রজার্সের ছেলেরা। ৬ মিনিট পরই ভিলার হয়ে সমতা ফেরান ক্রিশ্চিয়ান বেনটেক। ৫৪ মিনিটে জয়সূচক গোল করেন ফ্যাবিয়ান ডেলফ।
লিভারপুল কোচের গলায় হতাশার সুর। তিনি বলেন, ‘ছেলেদের পারফরম্যান্সে আমি হতাশ। ওরা আমাদের থেকে অনেক ভালো খেলেছে। সেমিফাইনালে পৌঁছে ছিলাম আমরা। সেই আত্মবিশ্বাস ও সাহস নিয়েই ছেলেদের খেলতে হত। কিন্তু বিপক্ষের চাপটা নিতেই পারল না ওরা। সেই এনার্জিটাই চোখে পড়ল না।’
For add
For add
For add
For add
for Add