for Add
: ১৩ এপ্রিল ২০১৫, সোমবার, ১:৫১:৪৪
নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগে আরও একটি জয় পেল চেলসি। অবশ্য এ জয় ছিল হোসে মরিনহোর ছেলেদের কাছে বেশ কষ্টার্জিত। সেস ফ্যাব্রেগাসের শেষ মুহূর্তের করা গোলে মূল্যবান জয় তুলে নেয় চেলসি। কুইন্স পার্ক রেঞ্জার্সকে (কিউপিআর) প্রিমিয়ার লিগ ম্যাচে একমাত্র গোলে হারিয়ে শীর্ষস্থান আরও পাকা করেছে মরিনহোর দল।
এ জয়ের ফলে ৫ বছর শিরোপা স্বপ্ন আরও জোরালো করে তুলল চেলসি। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকায় শীর্ষস্থান আরও নিরঙ্কুশ হলো চেলসির। একটি ম্যাচ বেশি খেলা আর্সেনালের থেকে এই মুহূর্তে ৭ পয়েন্টে এগিয়ে রয়েছে ‘ব্লুজ’রা।
গোল পেতে শেষ দিকে কুইন্স পার্কের ডিফেন্সের উপর প্রচণ্ড চাপ তৈরি করে চেলসি। ৮৬ মিনিটে এডিন হ্যাজার্ডের বাড়ান বলে বক্সের মধ্যে চকিতে ছুটে এসে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন ফ্যাব্রেগাস। নাকে চোট পাওয়ায় এই ম্যাচে মুখে মাক্স পরে খেলেন স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাব্রেগাস।
অথচ শুরু থেকেই নিজেদের মাঠে চেলসিকে বেশ চাপে রেখেছিল কুইন্স পার্ক। প্রথমার্ধে চেলসি নিজেদের গোলমুখ খুলতে পারেনি তাদের। কিন্তু ম্যাচের শেষ দিকে প্রতিরোধের দেওয়াল আর অটুট রাখতে পারল না কুইন্স পার্ক৷
For add
For add
For add
For add
for Add