for Add
: ৫ এপ্রিল ২০১৫, রবিবার, ২১:৪৫:৩৩
নিজস্ব প্রতিবেদক: বার্সা তারকা লিওনেল মেসিকে কিনে নিতে চান করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার রোনালদো। আর্জেন্টাইন এই তারকা ফুটবলারকে পেতে নিজের পকেট থেকে খরচ করতেও রাজি তিনি।
সম্প্রতি আমেরিকার ফোর্ট লাউডেরডেল স্ট্রাইকার্স (এফএল স্ট্রাইকার্স) ফুটবল ক্লাবের মালিকানার অংশীদার হয়েছেন রোনালদো। এই ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার পরই মেসিকে কেনার কথা জানিয়েছেন তিনি। বলেছেন, ‘মেসিকে দলে নিতে প্রয়োজনে নিজের পকেট থেকেও অর্থ দিতে রাজি আছি আমি।’
স্পেনের ক্লাব বার্সার হয়ে এক দশক ধরে খেলছেন মেসি। চলতি মওসুমেও কাতানালদের হয়ে অসাধারণ ছন্দে রয়েছেন চারবার ফিফা ব্যালন ডি’অর জয়ী এই তারকা। তারপরও এই হাইপ্রোফাইল বার্সা তারকাকে কেনার সাহস দেখাতে চাইছেন রোনালদো৷
শুধু মেসি নয়, রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদোকেও এফএল স্ট্রাইকার্সে আনবেন বলে জানিয়েছেন ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপজয়ী এই তারকা৷ তিনি বলেন, ‘কোনও কিছুই অসম্ভব নয়। শুধু মেসি কেন? ক্রিশ্চিয়ানো রোনালদোকেও দলে নেব আমরা। এর জন্য সময় প্রয়োজন। আশা করছি, খুব শিগগিরই লক্ষ্য পূরণ করতে সক্ষম হব আমরা।’
For add
For add
For add
For add
for Add