for Add
: ২৯ মার্চ ২০১৫, রবিবার, ১৪:৪৩:৫৫
নিজস্ব প্রতিবেদক: আগে থেকেই সন্দেহ ছিল মেসি খেলতে পারবেন কি না, তা নিয়ে। কারণ বৃহস্পতিবার এবং শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেননি। লিওনেল মেসিকে নিয়ে তাই সংশয় ছিলই। তবে এল সালভাদরের বিপক্ষে শুধু মেসিই নন, কোচ জেরার্ডো মার্টিনো অনেক নামকরা ফুটবলারকেও মাঠে নামাননি। তবুও আর্জেন্টিনার জয় ২-০ গোলের ব্যবধানে।
সাইডলাইনে দর্শক হয়ে বসেছিলেন সার্জিও আগুয়েরো, হ্যাভিয়ের মাচেরানো, ম্যাক্সি রদিগেজ, হাভিয়ের পাস্তোরে, গোলরক্ষক সার্জিও রোমেরোর মত খেলোয়াড়দের। তবে কোচ জেরার্ডো মার্টিনো সেরা একাদশে রেখেছিলেন কার্লোস তেভেজ এবং অ্যাঞ্জেল ডি মারিয়া এবং গঞ্জালো হিগুয়াইনকে।
শনিবার শুরুটা অবশ্য ভালো করতে পারেনি আর্জেন্টিনা। বিরতির সময় পর্যন্ত ম্যাচের ফল গোলশূন্য ছিল। বিরতির কিছুক্ষণ পরই গোল এভার বানেগার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৫৪ মিনিটে এভার বানেগার গোলটি অবশ্য এলো কিছুটা আত্মঘাতি হয়েই। তার শট এল রেন্ডেরসের পায়ে লেগে এল সালভাদরের জালে জাড়িয়ে যায়। ৮৮ মিনিটে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। ফেডেরিকো ম্যানকুয়েলো গোল করে এল সালভাদরের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
For add
For add
For add
For add
for Add