for Add
নিজস্ব প্রতিবেদক : ২৫ জুলাই ২০১৬, সোমবার, ১৮:৪৮:২১
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অনুষ্ঠানরত ১৪তম দুবাই জুনিয়র্স দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ড শেষে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৭ খেলায় ৬.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। গতকাল (রবিবার) সপ্তম রাউন্ডে ফাহাদ হারিয়েছেন এ আসরের দ্বিতীয় শীর্ষবাছাই ভারতের রাহুল শ্রীবাস্তব (রেটিং-২২৭৩)কে। আজ (সোমবার) অষ্টম রাউন্ডে এই টুর্নামেন্টের শীর্ষবাছাই ইউক্রেনের শক্তিশালী ফিদেমাস্টার মেটভিসেন ভিক্টোরের (রেটিং-২৩৯০) সঙ্গে খেলবেন ফাহাদ। জিতলে শিরোপার সম্ভাবনা উজ্জ্বল হবে তার।
For add
For add
For add
For add
for Add