for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ জুন ২০১৬, রবিবার, ১৫:৫৯:২৮
হাইতিকে গুঁড়িয়ে দিয়ে কোপা আমেরিকায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে যেতে শেষ ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই চলবে। শেষ ম্যাচের সেই প্রতিপক্ষের নাম পেরু। আগামীকাল (সোমবার) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টায় শুরু হবে ব্রাজিল-পেরুর ম্যাচটি।
প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে নিষ্প্রাণ ড্র—তিন দিন আগেও ব্রাজিল যেন ছিল ব্রাজিলের ছায়া। হাইতির বিপক্ষে ৭-১ গোলের জয়টাই উজ্জীবিত করে তুলেছে কুতিনহো-উইলিয়ানদের। সেই ম্যাচ এখন অতীত। এবার ব্রাজিলের সামনে এগিয়ে যাওয়ার পালা। বড় কিছুর স্বপ্ন দেখার পালা। যেখানে প্রথম চ্যালেঞ্জ হয়ে আসছে পেরু।
হ্যাটট্রিক করে হাইতি ম্যাচের নায়ক বনে যাওয়া ফিলিপে কুতিনহোও বড় কিছুর স্বপ্ন দেখেন। তবে সতীর্থদের সতর্কও করে দিচ্ছেন লিভারপুল মিডফিল্ডার। হাইতি ম্যাচের পর বলেছিলেন, ‘বেশ ভালো একটা ম্যাচ খেললাম, খুশিমনেই মাঠ ছেড়ে যাচ্ছি। এখন মনোযোগ দিতে হবে পেরুর বিপক্ষে ম্যাচে। বড় কিছুর স্বপ্ন দেখছি আমরা, তবে তার আগে পরের ম্যাচের (পেরু) জন্য ভালো প্রস্তুতি নিতে হবে। পেরু অনেক শক্ত দল।’
রেকর্ড অবশ্য কুতিনহোর সঙ্গে দ্বিমত করবে। পেরু সর্বশেষ দুটি কোপায় তৃতীয় হয়েছে ঠিকই, তবে ব্রাজিলের সামনে ঠিক দাঁড়াতে পারছে না। এ পর্যন্ত ৪২ ম্যাচের ৩০টিতেই হেরেছে, জয় মাত্র ৩টি। সর্বশেষ জয়ও ১৯৮৫ সালে প্রীতি ম্যাচে। কোয়ার্টার ফাইনালে উঠতে গেলে সেলেসাওদের নিশ্চিত করতে হবে, ধারাটা যেন না ভাঙে। ড্র করলেও অবশ্য চলবে, তবে সে ক্ষেত্রে গোল ব্যবধানের হিসাবে যেতে হতে পারে।
For add
For add
For add
For add
for Add