for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ জুন ২০১৬, বুধবার, ১৪:১২:২৬
কোপা আমেরিকার ফাইনাল অনুষ্ঠিত হতে এখনও বাকি প্রায় ৩ সপ্তাহ৷ এর মধ্যেই ২০১৯ সালের কোপার আয়োজক দেশের নাম স্থির হয়ে গেল৷ ১৯১৯, ১৯২২, ১৯৪৯ ও ১৯৮৯-এর পর পঞ্চমবারের জন্য কোপার আসর বসছে ব্রাজিলে৷ এমনটাই জানালেন সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কোনমেবোল) প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিনগুয়েজ৷
যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কথা প্রসঙ্গে উঠে এসেছে ব্রাজিলের নাম৷ ২০১৩-তে কনফেডারেশন কাপ ও তার পরের বছরই ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল সেলেকাওরা৷ এবছর আবার রিও’তেই বসবে অলিম্পিকের আসর৷ আলেজান্দ্রো বলছেন,‘যুক্তরাষ্ট্র দারুণ আয়োজক৷ গতবছর চিলিও ভালো করেছে৷ ২০১৯-এ ব্রাজিলও ভালো করবে বলেই মত৷’ মুখ ফসকে তাঁর বেরিয়ে আসা তথ্যই আন্তর্জাতিক স্পোর্টসের হেডলাইনে চলে এসেছে৷ চারবারই ব্রাজিল আয়োজক দেশ হয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল৷ ২০১৯-এ টুর্নামেন্ট ফের ১২ দেশের লড়াই দেখবে৷ কোনমেবোলের দশটি দেশ ও আরও দু’টি অতিথি দেশ থাকবে৷ তবে এবছর শতবর্ষ উপলক্ষ্যে ১৬টি দেশ খেলছে৷
For add
For add
For add
For add
for Add