for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ জুন ২০১৬, বুধবার, ১২:৩৫:০৭
সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। আজ (বুধবার) সকালে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে জেমস রদ্রিগেজরা। স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবেই কোপা মিশন শুরু করে জেমস রদ্রিগেজের কলম্বিয়া।‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতলেই কোয়ার্টার নিশ্চিত এমন সমীকরণ সামনে রেখেই মাঠে নামে তারা।
ক্যালিফোর্নিয়ার পাসাডেনার রোস বোল স্টেডিয়ামে খেলার ১২ মিনিটেই লিড নেয় কলম্বিয়া। রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগেজের পাসে প্যারাগুয়ের জালে বল জড়ান স্ট্রাইকার কার্লোস বাক্কা। ৩০ মিনিটে অধিনায়ক নিজেই গোলের খাতায় নাম লেখান। একই সঙ্গে দলকে কোয়ার্টারের পথে নিয়ে যান রদ্রিগেজ।
দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে প্যারাগুয়েকে ম্যাচে ফেরান মিডফিল্ডার ভিক্টর আয়ালা। কিন্তু এর দশ মিনিট পরেই অস্কার রোমেরোর লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় প্যারাগুইয়ানরা। শেষ পর্যন্ত তাদের আর সমতায় ফেরা হয়নি। রেফারি শেষ বাঁশি বাজাতেই যেন উৎসবে মাতেন হোসে পেকারম্যানের শিষ্যরা।
For add
For add
For add
For add
for Add