for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ জুন ২০১৬, শনিবার, ২১:৩২:১৯
কলম্বিয়া-যুক্তরাষ্টের ম্যাচ দিয়ে কোপা আমেরিকার শতবর্ষ পূর্তী টুর্নামেন্ট মাঠে গড়ালেও বাংলাদেশে এর আসল উত্তেজনা শুরু হচ্ছে আগামীকাল (রবিবার)। সকালে যে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল।
পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এবারের কোপা একটু চ্যালেঞ্জিংই। অলিম্পিককে প্রাধান্য দিতে অধিনায়ক নেইমার নেই টুর্নামেন্টে। সঙ্গে ইনজুরিতে পড়ে ছিটকে পড়েছেনর এক ঝাক তারকা। এমন অবস্থায় কোচ দুঙ্গার দলটি একটু অনভিজ্ঞই বলা যায়। তারপরও দলটির নাম ব্রাজিল বলেই টুর্নামেন্টের অন্যতম ফেবারিট তারা।
কোপার শেষ দুটি আসর দুঃস্বপ্ন হয়ে আছে ব্রাজিলের জন্য। ২০০৭ সালে শিরোপা জিতলেও ২০১১ ও ২০১৫ সালে বিদায় নিতে হয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকেই। এবারও নেইমারহীন ব্রাজিলের এমন গল্পই রচিত হবে না তো? বিশ্বকাপ জয়ী কোচ দুঙ্গা অবশ্য আশাবাদি দলে থাকা তরুনদের নিয়ে, ‘অবশ্যই আমরা খুশি হতাম নেইমার এখানে থাকলে, ও না থাকলেও এই দলটা সেরা। স্কোয়াডের অনেকেরই বয়স কম, তবে ওরা দারুণ খেলোয়াড়। এই খেলোয়াড়দের জন্য এটা অনেক বড় সুযোগ নিজেদের প্রমাণ করার এবং দেখিয়ে দেওয়া যে তারা একাদশে থাকার দাবিদার।’
For add
For add
For add
For add
for Add