for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ জুন ২০১৬, শনিবার, ১৭:৩৬:৫৩
কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে কলম্বিয়া। জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল করে ৮ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে দেন ক্রিস্টিয়ান জাপাতা। পরে হামেস রদ্রিগেজের গোলে ২-০ ব্যাবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।
এই প্রথমবারেরমত লাতিন আমেরিকার বাইরে অনুষ্ঠিত হচ্ছে কোপা আমেরিকার আসর। লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমোবেল) এবং কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উৎসবের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজন করা হচ্ছে এই আসরের। যাতে প্রথমবারের মত অংশ নিচ্ছে লাতিন আমেরিকার বাইরের দেশও।
খেলা শুরুর ৮ মিনিটে জাপাতার গোলের পর প্রথমার্ধেই জয়ের ব্যবধান বাড়িয়ে দেন দলের তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ। খেলার ৪২ মিনিটের মাথায় নিজেদের ডি বক্সের ভেতর ডিআন্দ্রে ইয়েল্ডিন হাতে লাগিয়ে বল ঠেকালে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। এরপর স্পট কিক নেন রদ্রিগেজ। তাতেই ২-০ ব্যবধান তৈরী করে নেয় কলম্পিয়া এবং শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
জিতলেও বড় ধরনের মূল্য দিতে হয়েছে গতবারের কোয়ার্টার ফাইনালিস্ট কলম্বিয়াকে। কারণ, খেলার এক ঘণ্টা পরই কাঁধের ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল হামেস রদ্রিগেজকে।
For add
For add
For add
For add
for Add