for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ মে ২০১৬, বুধবার, ১২:৩৭:০৬
প্রথম লেগের ম্যাচে দর্শক হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাদের মাঠে গোলশূন্য ড্র করে ফেরে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে হলে নিজেদের মাঠে ফিরতি লেগে জিততেই হবে রিয়াল মাদ্রিদকে। আর এ ম্যাচে ইনজুরি কাটিয়ে মাঠে নামবেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে রোনালদো ফিরলেও এ ম্যাচেও থাকছেন না করিম বেনজেমা।
এ নিয়ে রিয়াল কোচ জিদান বলেন, রোনালদো খেলার জন্য শতভাগ ফিট আছে। এরই মধ্যে সে দলের সাথে অনুশীলনও করেছে। তবে বেনজেমা এখনও সম্পূর্ণ প্রস্তুত নয় এবং আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই না।
এদিকে কাসেমিরোও নিতম্বের সমস্যায় ভুগছেন। জিদান জানান, কাসেমিরোর চোট নেই, শুধু ফুলে গেছে। তবে তাকে নিয়েও ঝুঁকি না নেওয়ার কথা জানান রিয়াল কোচ।
আজ (বুধবার) বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হবে ম্যাচটি।
For add
For add
For add
For add
for Add