for Add
নিজস্ব প্রতিবেদক : ২ মে ২০১৬, সোমবার, ২২:০৬:০৭
কেএফসি স্বাধীনতা কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আগামীকাল (মঙ্গলবার) মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।
এই দুই ক্লাব এর আগে কখনই স্বাধীনতা কাপের শিরোপা জেতেনি। এবার ‘এ’ গ্রুপে শেখ জামাল তাদের গ্রুপ ম্যাচে মোহামেডানকে ২-০, ব্রাদার্সকে ৫-০, উত্তরা বারিধারাকে ১-০, মুক্তিযোদ্ধা সংসদকে ৩-১ গোলে হারায়। ১-১ গোলে ড্র করে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সঙ্গে। ৫ খেলায় ৪ জয় ও ১ ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে তারা নাম লেখায় সেমিতে। ‘বি’ গ্রুপের রানার্সআপ দল হিসেবে সেমিতে ওঠে আবাহনী। গ্রুপ পর্বে তারা হারায় ৫-০ গোলে টিম বিজেএমসিকে এবং ১-০ গোলে শেখ রাসেলকে। ড্র করে ১-১ গোলে ফেনী সকার, ০-০ গোলে আরামবাগ এবং ২-২ গোলে রহমতগঞ্জের সঙ্গে।
For add
For add
For add
For add
for Add