for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ এপ্রিল ২০১৬, বুধবার, ২০:০৩:৫১
লা-লিগার শিরোপা প্রত্যাশী বার্সার সামনে আজ (বুধবার) দেপোর্তিভো লা করুণার বিপক্ষে বাঁচা-মরা ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে হেরে হঠাৎ করেই জয়ের ধারা থেকে ছিটকে পড়া বার্সা আজকের ম্যাচে হেরে গেলেই ছিটকে যাবে শিরোপাদৌড় থেকে। বাংলাদেশ সময় রাত ১২টায় লা-লিগার অতি গুরুত্বপূর্ন এ ম্যাচে মুখোমুখি হবে বার্সা- দেপোর্তিভো। অন্য দুই ম্যাচে শিরোপার দৌড়ে আরো এক ধাপ এগিয়ে যেতে রিয়াল মাদ্রিদ রাত দুইটায় নামবে ভিয়ারিয়ালের বিপক্ষে এবং রাত পৌনে একটায় অ্যাটলেটিকো বিলবাউ মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদের।
মৌসুমের প্রথম সাক্ষাতেই ন্যু ক্যাম্পে বার্সাকে থমকে দেয় দেপোর্তিভো (২-২) গোলে। এবার নিজেদের মাঠে যে তারা একেবারেই ছেড়ে কথা বলবে না, সেটা বোঝাই যাচ্ছে। ২০০৩ সালের পর এই প্রথমবারের মত টানা তিনটি লিগ ম্যাচ হারের লজ্জা নিয়ে মাঠে নামতে যাচ্ছে বার্সা। স্প্যানিশ জায়ান্টরা এর চেয়ে শোচনীয় দশায় পড়েছিল কেবল ১৯৯৯ সালে টানা ৪ ম্যাচ হেরে। শিরোপা জিততে বার্সার বাকি ম্যাচগুলো শুধু জিতলেই হবে না, রিয়াল বা অ্যাটলেটিকোকে বাকি ম্যাচগুলোর যে কোন একটায় হারতে হবে। অথচ এমন সমীকরন সামনে রেখে শেষ দু ম্যাচের দেখায় অপরাজিত আত্মবিশ্বাসী দেপোতির্ভোর বিপক্ষে দলের সেরা সেন্টার ব্যাক জেরার্ড পিকেকে পাচ্ছে না বার্সা। দুটো হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে বাইরে তিনি।
৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সবার উপর থাকা বার্সাকে চোখ রাঙ্গাচ্ছে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোলের পরিমানে পিছিয়ে থাকা অ্যাটলেটিকো। আর ৭৫ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রোনালদোর রিয়াল। মৌসুম শেষ হতে বাকি মাত্র পাঁচ ম্যাচ।
For add
For add
For add
For add
for Add