for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ এপ্রিল ২০১৬, শনিবার, ২২:০৫:৫৪
দুবাই ওপেন দাবায় জয় পেয়েছেন নৌবাহিণীর গ্রান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব এবং আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন। আরেক গ্র্যান্ড মাস্টার এনামুল হক রাজীব ড্র করেছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠানরত ‘১৮তম দুবাই ওপেন দাবায়’ পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর দুই গ্র্যান্ড মাস্টার রাকিব ও রাজীব ৫ খেলায় সাড়ে তিন পয়েন্ট করে অর্জন করেছেন। এছাড়া আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন তিন পয়েন্ট অর্জন করেছেন।
আজ (শনিবার) বাংলাদেশ সময় দুপুরে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় রাজীব (রেটিং-২৪২৬) এ ইভেন্টের ২ নং সিডেড খেলোয়াড় ও ইউক্রেনের ২৬৯৫ রেটিং প্রাপ্ত গ্র্যান্ড মাস্টার করোবভ এন্টনকে এবং মিনহাজ সংযুক্ত আবর আমিরাতের সালেহ নাবিলকে পরাজিত করেন। রাকিব ইংল্যান্ডের ফিদে মাস্টার বিজবি ডানিয়েলের সাথে ড্র করেন। এর আগে গতকাল (শুক্রবার) প্রতিযোগিতার বিরতির দিনে দুবাই ব্লিজ (বিদুৎ গতি) দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্লিজ দাবা ইভেন্টে ১১ খেলায় ৭ পয়েন্ট পেয়ে রাকিব ২৮তম এবং ৬ পয়েন্ট করে পেয়ে মিনহাজ ৪৪তম এবং রাজীব ৪৭তম হন। দিনব্যাপী এ ব্লিজ দাবায় ৩৩টি দেশের ২৫জন গ্র্যান্ড মাস্টার, ১জন মহিলা গ্র্যান্ড মাস্টার এবং ১৮জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৪৪জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
For add
For add
For add
For add
for Add