for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার, ২২:০০:৩১
দুই দলই পয়েন্ট টেবিলের তলানীতে। আরামবাগ ও রহমতগঞ্জের কোনো দলেরই নেই স্বাধীনতা কাপ ফুটবলের শেষ চারে ওঠার সম্ভাবনা। এ দুই দলের ম্যাচ নিয়ে নিয়ে কারো আগ্রহ থাকারও কথা নয়। আজ (শুক্রবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে উন্নিত হওয়া আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গের মধ্যেকার ম্যাচটি হয়েছে ড্র। যার সঙ্গে জুড়ে দিতে হচ্ছে ‘নিস্প্রাণ’ শব্দটিও।
রহমতগঞ্জের ১ জয় ও ২ হারে পয়েন্ট ৪। টেবিলে অবস্থান পঞ্চম। সমান ম্যাচে আরামবাগের পয়েন্ট ৩। অবস্থান তলানীতে। দুই দলই সমানতালে খেলে। ফিনিশিংয়ের ব্যর্থতার কারণে কাঙ্খিত গোলের দেখা পায়নি কোন দলই। তবে ম্যাচের সেরা সুযোগটি পেয়েছিল আরামবাগ। ৬০ মিনিটে আরামবাগের ফরোয়ার্ড পলাশের শট রহমতগঞ্জের নাইজিরিয়ান ডিফেন্ডার এলেটা বেঞ্জামিন জুনিয়র গোললাইন থেকে ফিরিয়ে দিয়ে দলকে নিশ্চিত গোল হজমের হাত থেকে রক্ষা করেন।
For add
For add
For add
For add
for Add