for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, ২০:০২:০৭
আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠানরত এশিয়ান নেশন্স কাপ দাবার অষ্টম রাউন্ডে বাংলাদেশ দাবা দল জর্ডানকে ৩.৫-০.৫ পয়েন্টে হারিয়েছে। এ জয়ে বাংলাদেশ ৮ রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন জর্ডনের আলাটার রাকানকে,
গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব জর্ডানের আবো হাজেম মোহাম্মদকে এবং গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব জর্ডানের আলাটার গায়েদাকে এবং গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ জর্ডানের আবউদি মারওয়ানকে হারান।
For add
For add
For add
For add
for Add