for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, ১৭:২৮:৫১
ম্যাচের আগেই আলোচনা কেন্দ্র বিন্দুতে ছিলেন তিনি। ক’দিন আগেই ইন্ডিয়ান সুপার লিগ মাতিয়ে এসেছেন। খেলেছেন অ্যাথলেটিকো দি কোলকাতা এবং চেন্নাই এএফসির হয়ে। ইথিউপিয়ান ফরোয়ার্ড ফিকরু টেরেফার দিকে তাই আলাদা নজর সবার। মাঠে আসা দর্শকদের হতাশ করেননি তিনি। আরামবাগ ক্রীড়াচক্রের বিপকে ২ মিনিটেই পিছিয়ে পড়ার পর তার গোলেই ম্যাচে ফিরেছে শেখ রাসেল।
এর আগে কেস্টার আকনের গোলে এগিয়ে যায় আরামবাগ। আসাদুজ্জামানের থ্রু পাস থেকে বল জালে জড়ার তিনি। প্রথমার্ধ ১-১ গোলে সমতায় শেখ হওয়ার পর এখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে।
For add
For add
For add
For add
for Add