for Add
নিজস্ব প্রতিবেদক : ২ এপ্রিল ২০১৬, শনিবার, ২২:৪৩:৫৩
আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠানরত এশিয়ান নেশনন্স কাপ দাবার পঞ্চম রাউন্ড শেষে বাংলাদেশ দাবা দল ৮ পয়েন্ট নিয়ে চীন ও ইরানের সঙ্গে মিলিতভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ৯ পয়েন্ট নিয়ে ভারত পয়েন্ট তালিকায় শীর্ষে। গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ ৩.৫-০.৫ পয়েন্ট ইরাককে হারায়। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ইরাকের ফিদেমাস্টার যোজেক সালেহ মোহাম্মদকে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ইরাকের নামির মো. ইসমাইলকে ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন ফিদেমাস্টার আব্দুল ওহাব আহমেদ আব্দুল সাত্তারকে হারান। গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ইরাকের আকার আলী সালিহর সঙ্গে ড্র করেন।
For add
For add
For add
For add
for Add