for Add
নিজস্ব্ প্রতিবেদক : ২৬ মার্চ ২০১৬, শনিবার, ২১:৫২:৪৫
দিল্লির ফিরোজ শাহ কোটলাহ স্টেড়িয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ (শনিবার) দিনের দ্বিতীয় খেলায় শ্রীলঙ্কাকে ১৭২ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে ইংল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান করে ইংলিশরা।
অ্যালেক্স হেলসকে ফিরিয়ে শুরুটা অবশ্য ভালোই করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। নিজের প্রথম এবং ইনিংসের দ্বিতীয় ওভারেই হেলসকে এলবি ডব্লিউর ফাঁদে ফেলেন রঙ্গনা হেরাথ। কিন্তু হেলস ব্যর্থ হলেও আরেক ওপেনার জেমস রয়ের টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে শুরুর থাক্কা সামলে ওঠে ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েন জো রোট ও জেমস রয়। দলীয় ৬৫ রানে জো রুট (২৫) এবং ৮৮ রানের মাথায় আউট হন জেমস রয় (৪২)। কিন্তু এরপর অধিনায়ক ইয়ান মরগানকে নিয়ে ঝড় তুলেন জস বাটলার। লঙ্কান বোলারদের কেবল হতাশাই উপহার দিয়েছেন এই ইংলিশ। বাটলারের ৩৭ বলে ৬৬ রানে ইংল্যান্ডের সংগ্রহ ১৭১ রানে গিয়ে দাড়ায়। থিসারা পেরেরার করা শেষ ওভারের ৩য় বলটি নো বল হলেও রান আউট হয়ে ফিরেন অধিনায়ক মরগান। ১ চার আর ১ ছয়ে ১৬ বলে ২২ রান করেন তিনি।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে চ্যাম্পিয়ন লঙ্কানদের এ ম্যাচে জয়ের বিকল্প নেই। অন্যদিকে ইংল্যান্ড জিতলে শেষ চারে উঠবে তারা। তখন শ্রীলঙ্কার সঙ্গে বাদ পড়বে দক্ষিণ আফ্রিকাও।
For add
For add
For add
For add
for Add