for Add
: ৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ২০:১৭:২৭
নিজস্ব প্রতিবেদক: বার্সেলোনায় দুরন্ত সফল৷ কিন্তু আর্জেন্টিনার হয়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেন না লিওনেল মেসি৷ এ প্রশ্ন বহুদিনের৷ কিন্তু আর্জেন্টিনার সাবেক ফুটবলার ক্যানিজিয়াও মনে করছেন, ‘আর্জেন্টিনায় ভিন্ন এক ফুটবলার মেসি৷ দেশের হয়ে সেভাবে মেলে ধরতে পারেন না৷’ কেন মেসি দেশের হয়ে সেভাবে মেলে ধরতে পারেন না, তার ব্যাখাও দিয়েছেন ক্যানিজিয়া ৷
আর্জেন্টিনার সাবেক এই ফুটবলারটি বলেছেন, ‘আমাকে অনেকেই প্রশ্ন করেছে বার্সেলোনার মতো কেন দেশের হয়ে মেসি খেলতে পারেন না৷ ১৪ বছর বয়স থেকে তিনি একই দলের সঙ্গে বার্সলোনায় ফুটবল খেলছেন৷ দলের সবকিছু খুঁটি-নাটি জানের মেসি৷ পাশাপাশি দলের পরিবেশের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন৷ কিন্তু আর্জেন্টিনায় অন্য দলের সঙ্গে অন্য পরিবেশে মানিয়ে নেওয়া সম্ভব নয়৷ এটা সহজ কাজ নয় ৷’
একইসঙ্গে ক্যানিজিয়া বলেছেন, ‘মেসি খুব বড় মাপের ফুটবলার৷ আশা করব তিনি কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পারবেন৷’
For add
For add
For add
For add
for Add