for Add
নিজস্ব প্রতিবেদক : ২ অক্টোবর ২০২১, শনিবার, ২৩:২১:১৫

বঙ্গবন্ধু ৩৪তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা আগামীকাল রোববার ৩ অক্টোবর থেকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স শুরু হচ্ছে।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে আজ শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ বলেন, ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিনদিনব্যাপী এ আসরে ৫টি গ্রুপে (অনূর্ধ্ব-১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭, ও ১৮-২০) ১০৩ টি ইভেন্টে ৯০টি দলের ৩০০ জন সাঁতারু অংশগ্রহণ করবেন। এম বি সাইফ জানান, মিরপুরে ডাইভিং পুলে স্প্রিং বোর্ড সংযোজন হওয়ায় ডাইভিং প্রতিযোগিতা এবার এই সুইমিং পুলেই অনুষ্ঠিত হবে।
সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বিজয়ী সাঁতারুদের সোনা, রৌপ্য ও ব্রোঞ্জপদক দেয়া হবে। এছাড়াও সেরা সাঁতারুকে (বালক ও বালিক) ফেডারেশনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেয়া হবে। এছাড়া সাঁতারু ও অফিসিয়ালদের যাতায়াত, থাকা ও খাওয়া বাংলাদেশ সুইমিং ফেডারেশন বহন করবে।
For add
For add
For add
For add
for Add