for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ০:০১:৫০
পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবলের বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সানিডেইল স্কুল এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ।
মঙ্গলবার পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে বালক বিভাগের ফাইনালে সানিডেইল স্কুল ২৬-১৯ গোলে হারিয়েছে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজকে। বিজয়ী দল প্রথমার্ধে ১৩-৭ গোলে এগিয়ে ছিল। সানিডেইল স্কুলের আহিয়ান ১১ গোল এবং সেন্ট গ্রেগরির সিয়াম ১২ গোল করেছেন।
বালিকা বিভাগের ফাইনালে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ১৩-১১ গোলে হারিয়েছে সানিডেইল স্কুলকে। ভিকারুননিসা প্রথমার্ধে ৭-৫ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের সুমাইয়া ৮ এবং সানিডেইলের সামাহা ৪ গোল করেছেন।
বালক বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সানিডেইল স্কুলের আহিয়ান এবং বালিকা বিভাগে সেরা হয়েছেন ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের সুমাইয়া আক্তার।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক পোলার আইসক্রিমের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুনসহ ফেডারেশনের কর্মকর্তারা।
For add
For add
For add
For add
for Add