for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট ২০১৬, সোমবার, ২০:০৮:০৫
জাতীয় দলের আট স্পিনার এবং এইচপি ইউনিটের ১৭জনকে নিয়ে শুরু হচ্ছে এইচপি স্পিন বোলিং ক্যাম্প। ৬দিনের এই ক্যাম্পটি পরিচালনা করবেন ভারতীয় সাবেক স্পিনার ভেংকটপতি রাজু।
আজ (সোমবার) ঢাকায় পা রেখে এক দিনের মধ্যেই ভেংকটপতি রাজু নেমে পড়বেন ক্রিকেটারদের নিয়ে। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজুর আসার বিষয়টি নিশ্চিত করেছে। সেই সঙ্গে ৮ সদস্যের জাতীয় দলের স্পিনার এবং ১৭ সদস্যের এইচপি ক্রিকেটারদের দল ঘোষণা করেছে।
ভারতীয় সাবেক বাঁহাতি এই স্পিনার এর আগেও সহযোগী দেশগুলোর সঙ্গে কাজ করেছেন। স্বল্পসময়ের জন্য নেপাল, থাইল্যান্ড এবং আরব আমিরাতের সঙ্গে কাজ করেছেন। মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট অফিসার হিসেবেই এই দেশগুলোর সঙ্গে কাজ করেছেন তিনি।
জাতীয় দলের স্পিনার :
তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, সোরওয়ার্দী শুভ, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ।
এইচপি দলের স্পিনার :
সানজামুল ইসলাম, নূর হোসেন মুন্না, তানভীর হায়দার খান, সাকলাইন সজিব, মেহেদী হাসান মিরাজ, আল আমিন জুনিয়র, মেহেদী হাসান, রাহাতুল ফেরদৌস জাবেদ, নাসুম আহমেদ, সোহাগ গাজী, মোহাম্মদ ওমর, রনি চৌধুরী, মোশারফ হোসেন রুবেল, সালেহ আহমেদ শাওন গাজী, মাহমুদুল হাসান লিমন, রাফি রেজা ও লিটন চন্দ্র ধার।
For add
For add
For add
For add
for Add