for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ আগস্ট ২০১৬, শুক্রবার, ১৮:৫৩:২৪
অলিম্পিকে আজ (শুক্রবার) রাতে নিজ নিজ ইভেন্টে লড়বেন বাংলাদেশী সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা এবং অ্যাথলেট শিরিন আক্তার। শিরিন আক্তার ১০০ মিটার হিটে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দৌড়াবেন বাংলাদেশ সময় রাত ৯টায়। এর ঠিক এক ঘন্টা পরই নারীদের ৫০ মিটার ফ্রি স্টাইলের বাছাইয়ে থাকবেন সোনিয়া আক্তার।
এই দুজের লড়াই শেষ হলে বাংলাদেশী সাত প্রতিযোগীর মধ্যে লড়াইয়ে নামতে বাকি থাকবেন শুধু একজন। তিনি মেজবাহ আহমেদ। পুরুষদের ১০০ মিটারের হিটে তিনি দৌড়াবেন আগামীকাল (শনিবার)।
বাংলাদেশের সাত প্রতিযোগীর মধ্যে ইতিমধ্যে বিদায় নিয়েছেন আর্চার শ্যামলী রায়, শ্যুটার আবদুল্লাহ হেল বাকী এবং সাঁতারু মাহফুজুর রহমান সাগর। গলফার সিদ্দিকুর রহমান গতকাল শুরু করেছেন নিজের মিশন। প্রথম রাউন্ড শেষে যুগ্মভাবে ৫৬তম অবস্থানে আছেন প্রথম বাংলাদেশী হিসেবে সরাসরি অলিম্পিকের টিকেট কাটা এই গলফার।
For add
For add
For add
For add
for Add