for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ আগস্ট ২০১৬, সোমবার, ২১:২৪:৪৩
সুনিল নারাইন ও সাঈদ আজমলকে পিছনে ফেলে স্পিনার হিসেবে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে ওঠে এসেছেন সাকিব আল হাসান। আজ (সোমবার) সকালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৯ উইকেটে হারিয়ে সিপিএলের শিরোপা জিতে সাকিবের দল জ্যামাইকা তালাওয়াস। এ ম্যাচে ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট লাভ করেন তিনি। আর তাতেই সুনিল নারাইনকে পেছনে ফেলেন তিনি।
মোট ২০৯ টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ২৪২টি। অপরদিকে সুনিল নারাইনের উইকেটে ২৪১টি। নারাইন যদিও ম্যাচ কিছু কম খেলেছেন (১৯১ টি)। তৃতীয় স্থানে থাকা সাঈদ আজমলের উইকেট সংখ্যা ১৭৪ ম্যাচে ২৪০ টি। ২২৩ ম্যাচে ২৩৯ উইকেট নিতে শহীদ আফ্রিদি আছেন চতুর্থ স্থানে।
পেসার এবং স্পিনার মিলিয়ে অবশ্য সাকিবের অবস্থান সপ্তম। শীর্ষে থাকা ছয় পেসার হলেন-ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (৩৪১ উইকেট), শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্কা (২৯৯ উইকেট), পাকিস্তানের ইয়াসির আরাফাত (২৮০ উইকেট), দক্ষিণ আফ্রিকার আলফসো টমাস (২৬৩ উইকেট), পাকিস্তানের আজহার মাহমুদ (২৫৮ উইকেট) এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডের হয়ে খেলা আন্তর্জাতিক ক্রিকেট খেলা ডার্ক ন্যানেস (২৫৭ উইকেট)।
For add
For add
For add
For add
for Add