for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ আগস্ট ২০১৬, রবিবার, ২১:৪৫:১০
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ আছে তার। এবার আরেকটি সাফল্য ক্যারিয়ারে যোগ করার সম্ভাবনায় দাঁড়িয়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামীকাল (সোমবার) বাংলাদেশ সময় ভোর ৫ টায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে মাঠে নামছে সাকিব আল হাসানদের দল জ্যামাইকা তালাওয়াস। প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সাকিব আল হাসান উন্মুখ হয়ে আছেন জ্যামাইকার হয়ে এবার সিপিএলের ট্রফিটাও উঁচিয়ে ধরতে।
দ্বিতীয় প্লে-অফে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে জ্যামাইকা তালাওয়াসের ১৯ রানের জয়ে সাকিবের ছিল বড় অবদান। দুই ওভারে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন এবং তিনটি উইকেটই এক ওভারে। বৃষ্টির কারণে ত্রিনবাগো নাইট রাইডার্সের ১২ ওভারে নেমে আসা ইনিংসে সাকিব বোলিং পেয়েছিলেন নবম ওভারে। তবে ফাইনালে বোলিংটা একটু আগেই চান, সেন্ট কিটস অ্যান্ড নেভিসে আজ জানিয়েছেন সাংবাদিকদের, ‘আমি শুষ্ক বলেই বল করতে চাইব…বলটা সাদা থাকা অবস্থায়।’
সিপিএলে নিজের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারেই জানিয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। আজও একই কথার পুনরাবৃত্তি তাঁর কণ্ঠে, ‘এখন পর্যন্ত যা করেছি, আমি তাতে খুশি। আমার সৌভাগ্য যে আমি প্রয়োজনের সময় দলের জন্য অবদান রাখতে পেরেছি এবং আরও অবদান রাখতে চাই। আশা করি, কাল সেটা হবে।’ সঙ্গে ফাইনালের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজনকে সমীহই করছেন সাকিব, ‘ওরা ভালো দল। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’
For add
For add
For add
For add
for Add