for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ আগস্ট ২০১৬, শনিবার, ২০:৪৪:০৮
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার দশ বছর পূরণ হলো আজ (শনিবার)। ২০০৬ সালের আজকের এই দিনে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল তাঁর। এরপর দেখতে দেখতে পার করে ফেললেন এক দশক। যে একদশকের চথ চলায় বলা যায় বাংলাদেশের ক্রিকেটের বিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন এই ২৯ বছর বয়সি।
নিজের ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে বিশ্বের সেরা অলরাউন্ডারের মর্যাদা লাভ, উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জেতা, প্রথম বাংলাদেশী হিসেবে কাউন্টিতে খেলা, দাপটের সঙ্গে আইপিএল খেলে ভারত মাতানো, বিদেশের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানো। এসব কিছুর মাধ্যমে সাকিব নিজেকে যেমন আলোকিত করেছেন, ঠিক তেমনি ক্রিকেট বিশ্বে দেশকেও উপস্থাপন করেছেন নতুন করে।
১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন সাবিক আল হাসান। ক্যারিয়ারে ৪২ টেস্টে ২ হাজার ৮শ’ ২৩ রান করেছেন বা-হাতি অল-রাউন্ডার। উইকেট ১৪৭ টি। শতক সংখ্যা ৩টি, অর্ধশতক ১৯টি।
১৫৭ ওয়ানডেতে রান ৪ হাজার ৩শ’ ৯৮, উইকেট সংখ্যা ২০৬। শতক ৬টি আর অর্ধশতক ৩০টি। ৫৪ টি-টোয়েন্টিতে রান ১ হাজার ১শ’ ৩ রান। শিকার করেছেন ৬৫ উইকেট।
অধিনায়ক হিসেবে ৯ টি টেস্ট, ৪৯ ওয়ানডে আর ৪টি টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
For add
For add
For add
For add
for Add