for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ আগস্ট ২০১৬, শনিবার, ১৯:৪০:৫৬
ম্যাচের ভাগ্য লিখা হয়ে গিয়েছিল আগের দিনই। যখন অস্ট্রেলিয়ার সামনে ৪১৩ রানের টার্গেটে ছুঁড়ে দিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচের বাকি ছিল আরও তিন দিন। অস্ট্রেলিয়া নামক দলের জন্য নিশ্চই তা অসম্ভব কিছু না। কিন্তু ক্রিকেট ইতিহাস তাদের পক্ষে ছিল না। স্টিভেন স্মিথরাও নতুন করে ইতিহাসে কিছু সংযোজন করতে পারেননি। আগের দিনের ৩ উইকেটে ২৫ রান নিয়ে ব্যাট করতে নেমে আজ (শনিবার) তৃতীয় দিনে অল আউট হয়েছে ১৮৩ রানে। ফলে ২২৯ রানের বড় জয় পেয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুজরা।
গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ে ৩ টেস্টের সিরিজ নিজেদের করে নিল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ বছর পর শ্রীলঙ্কার এই সিরিজ জয়। ১৯৯৯ সালে সর্বশেষ এবং এর আগে এরবারই অজিদের সিরিজ হারিয়েছিল লঙ্কানরা।
১৭ বছর আগে দেশের মাটিতে লঙ্কানদের সেই সিরিজ জয়ী দলের সদস্য অরবিন্দ ডি সিলভা, সনাৎ জয়াসুরিয়া ও রমেশ কালুভিথারানা এদিন মাঠে ছিলেন। এই অর্জনের পর উত্তরসূরীদের মাঠেই অভিনন্দিত করেছেন তাঁরা।
পাল্লেকেলে টেস্টে ১০৬ রানে জয়ী শ্রীলঙ্কার গলে ২২৯ রানের জয়ের নায়ক দিলরুয়ান পেরেরা। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। কিন্তু হেরাথের রেকর্ড হ্যাটট্রিকে (সবচেয়ে বেশি বয়সী হিসেবে হ্যাটট্রিক) অনেকটা আড়ালে পড়ে গিয়েছিলেন। তবে এরপর দ্বিতীয় ইনিংসে দলের বিপর্যয়ে খেলেন ৬৪ রানের অনবদ্য ইনিংস। পরে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস একাই গুটিয়ে দিয়েছেন তিনেই। টেস্ট ইতিহাসে এই প্রথমবার একই ম্যাচে অর্ধশতক আর ১০ উইকেট নিলেন কোনো লঙ্কান।
আগামী শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে দুদলের তৃতীয় ও শেষ টেস্ট। উপমহাদেশে এসে একের পর এক হারের মাঝে ঘোরপাক খাওয়া অস্ট্রেলিয়া কি পারবে ঘুরে দাড়াতে? নাকি প্রথম বারের মত তাদের হোয়াইটওয়াসের লজ্জায় ডুবাবে শ্রীলঙ্কা?
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮১
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১০৬
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ২৩৭
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন ২৫/৩) ৫০.১ ওভারে ১৮৩ (ওয়ার্নার ৪১, বার্নস ২, লায়ন ০, খাওয়াজা ০, স্মিথ ৩০, ভোজেস ২৮, মার্শ ১৮, নেভিল ২৪, স্টার্ক ২৬, হেইজেলউড ৭, হল্যান্ড ০*; হেরাথ ২/৭৪, দিলরুয়ান ৬/৭০, সান্দাকান ১/৩০, ধনঞ্জয়া ০/২)।
ফল: শ্রীলঙ্কা ২২৯ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ২-০ তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: দিলরুয়ান পেরেরা
For add
For add
For add
For add
for Add