for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার, ২১:২২:২৮
কিংস্টন টেস্টে তখন খাদের কিনারায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় পেস ও স্পিনের সামনে যেন থরথর কাঁপছে ক্যারিবিয়ান গর্ব। কিন্তু হারিয়ে যাওয়া সেই গর্বকেই বুকে ধারণ করে দাঁড়িয়ে গেলেন একজন, যিনি খেলতে নেমেছেন মাত্র দ্বিতীয় টেস্ট। রোস্টন চেজ মহাকাব্যিক অপরাজিত শতকে ভারতের বিপক্ষে দলকে এনে দিলেন অসাধারণ ড্র। যে ড্র আসলে জয়েরই সমান!
চতুর্থ দিন যখন ৪৮ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল, ভারতকে আবার ব্যাট করাতেই তখন আরও ২৫৬ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের (ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করে ১৯৬, ভারত ৯ উইকেটে ৫০০)। আবহাওয়া সহায় না হলে ইনিংস পরাজয়ই তখন মনে হচ্ছিল একমাত্র নিয়তি। তবে আবহাওয়ার সাহায্য লাগেনি, দলের নিয়তি নিজ ব্যাটেই লিখেছেন চেজ।
আগেরদিন ১৫.৫ ওভারেই ৪ উইকেট হারিয়েছিল যে দল, শেষ দিনে তারা ৮৮ ওভারে হারাল মাত্র ২ উইকেট। ১৩৭ রানের অপরাজিত ইনিংসে দলের ঘুরে দাঁড়ানোয় নেতৃত্ব দিয়েছেন চেজ। দারুণ দুটি অর্ধশতকে যোগ্য সঙ্গ দিয়েছেন শেন ডাওরিচ ও অধিনায়ক জেসন হোল্ডার।
ভারতের ইনিংসের পাঁচ উইকেটও নিয়েছিলেন চেজ। একই টেস্টে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নিয়ে এই তালিকায় আছেন কিংবদন্তী ক্যারিবিয় অলরাউন্ডার গ্যারি সোবার্স, ডেনিস অ্যাটকিনসন, কলি স্মিথ। ১৯৬৬ সালে সোবার্সের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই কীর্তি আর কারও নেই।
ক্যারিবীয়দের এই ড্রয়ে চার ম্যাচ টেস্টের সিরিজে ১-০ এ এগিয়ে থাকলো ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৯৬
ভারত ১ম ইনিংস: ৫০০/৯ (ইনিংস ঘোষণা)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (আগের দিন ৪৮/৪) (ব্র্যাথওয়েইট ২৩, চন্দ্রিকা ১, ব্রাভো ২০, স্যামুয়েলস ০, ব্ল্যাকউড ৬৩, চেজ ১৩৭*, ডাওরিচ ৭৪, হোল্ডার ৬৪*; ইশান্ত ১/৫৬, শামি ২/৮২, মিশ্র ২/৯০, যাদব ০/৪৪, অশ্বিন ১/১১৪)।
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: রোস্টন চেজ
সিরিজ: ৪ ম্যাচ সিরিজে ভারত ১-০ তে এগিয়ে।
For add
For add
For add
For add
for Add