for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ জুলাই ২০১৬, শুক্রবার, ২১:৩১:২৮
একটির পর একটি রেকর্ড গড়েই চলেছেন অ্যালিস্টার কুক। শচিন টেন্ডুলকার এবং গাভাস্কারের পর এবার ব্যাডম্যানের পাশেও নিজের নাম লিখালেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক। ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ (শুক্রবার) সেঞ্চুরি তুলে নেন ইংলিশ ওপেনার (১০৫)। এতেই ব্যাডম্যানের করা ২৯ সেঞ্চুরির রেকর্ডকে ছুঁয়ে ফেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। একই সঙ্গে অধিনায়ক হিসেবে গ্রাহাম গুচের করা সর্বোচ্চ ১১ টি সেঞ্চুরির রেকর্ডটিও স্পর্শ করেন কুক।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৮১ রান করে ওপেনার হিসেবে সর্বোচ্চ রানের তালিকায় সুনিল গাভাস্কারকে ছাড়িয়ে গিয়েছিলেন কুক। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে শচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙ্গে সবচেয়ে কম বছর বয়সে টেস্টে ১০ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন তিনি।
সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক। ২৫ রানের মাথায় অ্যালেক্স হেলস ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে জো রুটকে নিয়ে ১৮৫ রানের জুটি গড়েন কুক। কুক আউট হয়েছেন ১০৫ রান করে। এই মূহুর্তে দিনের শেষ সেশনের খেলা চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২৩৩। রুট ৯২ এবং জেমস ভিনস অপরাজিত আছেন ১৮ রানে।
For add
For add
For add
For add
for Add